‘বেদা’ ছবির পর আবার একসঙ্গে দেখা যাবে তামান্না ভাটিয়া ও জন আব্রাহামকে। তবে এবার তাঁদের দেখা যাবে পুরোপুরি প্রধান চরিত্রে, এক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি জীবনীমূলক ছবিতে। পরিচালনায় রয়েছেন রোহিত শেট্টি, যিনি এবার তাঁর চেনা পুলিশভিত্তিক কল্পকাহিনির জগত ছেড়ে বাস্তব ঘটনাকে কেন্দ্র করে ছবি তৈরি করছেন। এই ছবি গড়ে উঠেছে প্রাক্তন মুম্বাই পুলিশ কমিশনার রাখেশ মারিয়ার জীবনের নানা বিস্ফোরক অধ্যায়কে কেন্দ্র করে।
ছবিটির কাহিনির উৎস রাখেশ মারিয়ার আত্মজীবনী লেট মি সে ইট নাও, যেখানে রয়েছে আজমল কাসবের জেরা, ছাব্বিশে নভেম্বরের সন্ত্রাস-তদন্ত, ও মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গোপন তথ্যভাণ্ডার। জন আব্রাহাম ছবিতে অভিনয় করছেন রাখেশ মারিয়ার চরিত্রে, আর তামান্না ভাটিয়া হয়েছেন তাঁর স্ত্রী প্রীতি মারিয়া। তামান্না জানিয়েছেন, “প্রীতি মারিয়া শুধু একজন স্ত্রী নন, বরং এক মানসিক ভিত্তি, ওঁর কাহিনি বলা আমার কাছে গর্বের বিষয়।”
এই ছবি একটি জীবনভিত্তিক রোমাঞ্চকর নাটক, যেখানে বাস্তবতা ও তীক্ষ্ণ উত্তেজনার নিখুঁত সংমিশ্রণ ঘটবে। মুম্বাই শহরেই শুরু হয়ে গেছে ছবির শুটিং, যার জন্য নির্ধারিত হয়েছে চল্লিশটি আলাদা স্থান। এর মধ্যে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ডোংরি, ও তাজমহল প্যালেস হোটেল।
পরিকল্পনা অনুযায়ী, দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসের মধ্যে শুটিং শেষ হবে এবং দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
রোহিত শেট্টি এই ছবির মাধ্যমে প্রমাণ করতে চলেছেন, তিনি শুধু গাড়ি ধাওয়া, বিস্ফোরণ বা চাকচিক্যময় পুলিশি কাহিনির নির্মাতা নন। বাস্তবের কঠোর থ্রিলারেও তাঁর দক্ষতা রয়েছে। আগামী সপ্তাহেই প্রকাশ পাবে ছবির প্রথম ঝলক ও সরকারি নাম। তামান্না, জন ও শেট্টি—এই নতুন ত্রয়ীর হাত ধরে দুই হাজার ছাব্বিশ সালে অন্যতম আলোচিত ছবি হয়ে উঠতে পারে এই উদ্যোগ।
এফপি/টিএ