সৌদি আরব সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে দুই দেশের মধ্যে অন্তত ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সফরের আগের রাতেও নতুন কিছু চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চলেছে। রিয়াদে সোমবার গভীর রাত পর্যন্ত একাধিক সমঝোতা নিয়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি জানান, এক ডজনেরও বেশি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, যার কিছু সরকারি পর্যায়ে স্বাক্ষরিত হবে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে হজ সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে ভারতীয় হজযাত্রীদের কোটা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া মহাকাশ, জ্বালানি, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং উন্নত প্রযুক্তি খাতে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
সূত্র জানায়, মোদির সফরের ২৪ ঘণ্টা আগেই অতিরিক্ত বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে মোদি মঙ্গলবার বিকেলে জেদ্দায় পৌঁছাবেন। গত ৪০ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জেদ্দা সফর করছেন।
ভারতের সৌদি আরবস্থ রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, জেদ্দা শহর ভারত-সৌদি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বাণিজ্যের ঐতিহাসিক কেন্দ্র নয়, বরং হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়া মুসলিমদের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত।
এসএস/টিএ