গৃহকর্মীর মামলা, আবারো আলোচনায় পরীমনি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক গৃহকর্মী মারধরের অভিযোগে মামলা করেছেন পিংকি আক্তার নামের এক নারী। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার একটি আদালতে পরীমনিকে প্রধান আসামি করে মামলাটি করেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, এক বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গত ৩ এপ্রিল পরীমনি গৃহকর্মী পিংকিকে মারধর করেন। এ ঘটনায় ভাটারা থানায় একটি অভিযোগও করেছিলেন তিনি।

সর্বশেষ অভিযোগের ভিত্তিতে করা মামলায় পরীমনির সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী সৌরভ নামের ২৮ বছর বয়সী এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান।

জানা গেছে, মামলার বাদী ভুক্তভোগী পিংকি আক্তার (২৪) নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে। মামলার এজাহারে অভিযোগ বাদী অভিযোগ করেন, ২০২৪ সালের মার্চে মামলার বাদী পিংকি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকার কাজের জন্য চাকরি নেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাসায় নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।

মামলার বাদী ভুক্তভোগী পিংকি আক্তার (২৪) নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

এছাড়া বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করতে হতো। তবুও বাদীর চাকরি একান্ত আবশ্যক হওয়ায় তিনি মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করে আসছিলেন। তবে চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টায় আসামি পরীমনি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাদী গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমনি বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।’ বাদী বলে, ‘বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি।’

এসময় পরীমনি ক্ষিপ্ত হয়ে বাদীর মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়িভাবে চড়-থাপ্পড় মেরে আহত করে। একপর্যায়ে ভুক্তভোগী বাদী পিংকি পরীমনির মারধরে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাদী ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ভুক্তভোগী পিংকি তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরীমনিকে অনুরোধ করতে থাকেন। ঘটনার সময় ২নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন। কিন্তু আসামিরা বাদীর কোনো কথা শোনেননি। উপরন্তু আসামি সৌরভ পিংকিকে নির্যাতন করার জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন এবং বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন।

পরে ভুক্তভোগী পিংকি ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান। পরে ভুক্তভোগী পিংকি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেটির কোনো অগ্রগতি লক্ষ্য না করে তিনি আদালতে মামলা করেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস Apr 22, 2025
img
আরশ ও সুনেহরার প্রেমের গুঞ্জন Apr 22, 2025
img
বিশ্বকাপে উঠে র‍্যাঙ্কিংয়েও এগোলেন বাংলাদেশ নারী দল Apr 22, 2025
img
“অদৃশ্য শক্তি সক্রিয়, ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্য জরুরি”—তারেক রহমান Apr 22, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে এনসিপির বিক্ষোভ Apr 22, 2025
img
দোহায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদদের তুলে ধরলেন ড. ইউনূস Apr 22, 2025
img
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ নারী কাবাডি দল Apr 22, 2025
img
বুধবার-বৃহস্পতিবার ঢাকা কলেজের সব ক্লাস স্থগিতের ঘোষণা Apr 22, 2025
img
গুজব মোকাবেলায় তথ্য অফিসকে হতে হবে বেশি তৎপর: উপদেষ্টা মাহফুজ Apr 22, 2025
img
ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০ Apr 22, 2025