উজ্জ্বল নিকমের জীবনী নিয়ে নির্মিতব্য বায়োপিক থেকে শেষপর্যন্ত সরে দাঁড়ালেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলেও এখন আর মূল চরিত্রে দেখা যাবে না তাঁকে।
এখন আলোচনার কেন্দ্রে অভিনেতা রাজকুমার রাও। নিকমের চরিত্রে রাজকুমারকে কাস্ট করতে আগ্রহী নির্মাতা দীনেশ ভিজান। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে রাজকুমারের কথাও হয়েছে বলে জানা গেছে।
করোনা মহামারির আগে থেকেই আমির খান ও দীনেশ ভিজানের মধ্যে এই বায়োপিক নিয়ে একাধিক বৈঠক হয়। কয়েকটি খসড়া চিত্রনাট্যও তৈরি হয়েছিল। শুরুতে অভিনয়ের কথা থাকলেও, বর্তমানে আমির কেবল প্রযোজকের ভূমিকাতেই থাকবেন।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন আমির। একদিকে দাম্পত্য কলহ, অন্যদিকে তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ছবি লাল সিং চাড্ডা বক্স অফিসে সফল হয়নি। সব মিলিয়ে কিছুটা বিরতির মুডেই আছেন তিনি।