নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে নাহিদা, ক্যারিয়ার সেরা অবস্থানে শারমিন ও মারুফা

নারী বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কেড়েছেন টাইগ্রেসরা—যার প্রতিফলন দেখা গেছে আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও।

বিশেষ করে বোলিংয়ে দারুণ পারফর্ম করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেটের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষেও উইকেট নিয়েছেন তিনি।

বোলিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও তিন ক্রিকেটারের। রাবেয়া খান এক ধাপ এগিয়ে এসেছেন ২২ নম্বরে। ফাহিমা খাতুন দুই ধাপ এগিয়ে ৪৬ নম্বরে।সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার, একযোগে ১১ ধাপ উঠে ক্যারিয়ার সেরা ৪৯তম স্থানে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও নজর কাড়ার মতো অগ্রগতি করেছেন শারমিন আক্তার ও রিতু মনি।

শারমিন ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১তম স্থানে—এটাই তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

রিতু মনি ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৩ নম্বরে। বাছাইপর্বে তার ম্যাচ জেতানো ফিফটি ছিল অন্যতম আকর্ষণ।

এই অর্জন টাইগ্রেসদের আত্মবিশ্বাস যেমন বাড়াবে, তেমনি মূল বিশ্বকাপে আরও ভালো করার অনুপ্রেরণাও জোগাবে।


এসএস/টিএ

Share this news on: