ভারতে আটক বাংলাদেশি দুই কৃষক দেশে ফিরেই কারাগারে

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা থেকে ভুল করে ভারতে প্রবেশ করায় দুই বাংলাদেশি কৃষককে ভারতের স্থানীয়রা আটক করে মারধর করেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আহত অবস্থায় উদ্ধার করে। গত রোববার (২০ এপ্রিল) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুই কৃষককে বিজিবির কাছে হস্তান্তর করে।

ভুক্তভোগীরা হলেন মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। তাদের পরিবার দাবি করেছে, কৃষিকাজ করতে গিয়ে ভুলবশত ভারতের পশ্চিম ত্রিপুরার সিদাই এলাকায় প্রবেশ করেছিলেন তারা।

তবে ভারতের স্থানীয়রা তাদের ‘চোর’ অপবাদ দিয়ে ব্যাপক মারধর করেন। একটি ভিডিওতে দেখা যায়, দুই বাংলাদেশিকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে পেটাচ্ছে ভারতীয়রা। একজন বাংলাদেশি কৃষক ভিডিওতে এক নিরাপত্তা সদস্যের পা ধরে সাহায্য চাইতে দেখা যায়। পরে বিএসএফ সদস্যরা এসে তাদের উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যান।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যা ৬টার দিকে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। ওই দিনই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “বিজিবি দুই বাংলাদেশিকে হস্তান্তর করার পর আমরা তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা নিয়েছি। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

ভুক্তভোগী জামাল মিয়ার ভাই কামাল মিয়া বলেন, “আমার ভাই কোনো অসৎ উদ্দেশ্যে সীমান্ত পেরোয়নি। কাজ করতে গিয়ে ভুলবশত পার হয়ে গেছে। অথচ তাকে বেধড়ক মারধর করা হয়েছে।”

বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ বলেন, “বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে দুই কৃষককে ফেরত আনা হয়। পরে তাদের আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ