কম্বোডিয়ার এক পণ্যে ৩৫২১ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ—কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের সৌর প্যানেল আমদানির ওপর অত্যাধিক শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এসব দেশের কিছু কোম্পানির পণ্যে ডাম্পিং ও পাল্টা শুল্ক মিলিয়ে কয়েকগুণ পর্যন্ত শুল্ক বসানো হবে। এর মধ্যে কম্বোডিয়ার কিছু কোম্পানির পণ্যে শুল্কের হার ধরা হয়েছে ৩ হাজার ৫২১ শতাংশ।

মার্কিন সৌর প্যানেল উৎপাদনকারীদের অভিযোগ, চীনা কোম্পানিগুলো এই চার দেশে কারখানা স্থাপন করে সেখান থেকে যুক্তরাষ্ট্রে কম দামে প্যানেল সরবরাহ করছে, যার ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

শুল্ক হার ভিন্ন ভিন্ন কোম্পানি ও দেশের জন্য আলাদা। যেমন, মালয়েশিয়ায় উৎপাদিত চীনা প্রতিষ্ঠান জিনকো সোলার-এর পণ্যে ৪১%, থাইল্যান্ডে উৎপাদিত ত্রিনা সোলার-এর পণ্যে ৩৭৫% এবং তদন্তে সহযোগিতা না করায় কম্বোডিয়ার কিছু কোম্পানির পণ্যে ৩৫২১% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র এই চার দেশ থেকে ১২ বিলিয়ন ডলারের সৌর প্যানেল আমদানি করে। নতুন এই শুল্কের ফলে মার্কিন কোম্পানিগুলো লাভবান হলেও কম দামে সৌর প্যানেল ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হবেন অনেক ভোক্তা।

এদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের 'বাণিজ্যিক গুণ্ডামির' বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান। এর কিছুদিনের মধ্যেই এই শুল্ক আরোপের ঘোষণা আসে।

চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জুনে, যা দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন।


এসএস/টিএ


Share this news on: