কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আলটিমেটাম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তারা কুয়েট ভিসির অপসারণ ও বিচারের দাবি জানিয়ে বলেন—দাবি মানা না হলে বুধবার থেকে শাহবাগ অবরোধসহ কঠোর কর্মসূচি শুরু হবে।

বিকেল ৪টার দিকে ঢাবির ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, "কুয়েটের ঘটনা বিচ্ছিন্ন নয়। গোটা দেশের শিক্ষাঙ্গনে দলীয়করণ চাপিয়ে দেওয়ার একটি সতর্ক সংকেত এটি। কুয়েট ভিসি মাসুদকে শুধু পদত্যাগ নয়, অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।"

তিনি আরও বলেন, "মঙ্গলবার রাতের মধ্যেই দাবি মানতে হবে, নয়তো আগামীকাল থেকে শাহবাগ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

সমাবেশে কুয়েটের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফারহান আকিব বলেন, "আজ প্রতীকী ৫ মিনিটের অবরোধ করেছি। দাবি মানা না হলে আরও বড় কর্মসূচি আসবে। ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে অপসারণ অনিবার্য।"


এসএস/টিএ


Share this news on: