সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে এক বিমানবালাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন ২০ বছরের এক ভারতীয় যুবক। গত ২৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে বিমান অবতরণের পরপরই তাকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শেষে সোমবার (২২ এপ্রিল) সিঙ্গাপুর পুলিশ তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দিয়েছে।
‘দ্য স্ট্রেটস টাইমস’ জানিয়েছে, ওইদিন রাত ১১টা ২০ মিনিটের দিকে এক নারী যাত্রীকে বিমানের শৌচাগারে নিয়ে যান ওই বিমানবালা। যাত্রীটি বাইরে বেরিয়ে গেলে মেঝেতে পড়ে থাকা টিস্যু কুড়াতে গিয়ে হঠাৎ ওই যুবক বিমানবালাকে পিছন থেকে ধাক্কা দিয়ে জোর করে শৌচাগারে ঢুকিয়ে দেয় এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়।
চিৎকার শুনে দ্রুত বিমানের অন্য কর্মীরা ছুটে এসে বিমানবালাকে উদ্ধার করেন। পরে তিনি বিষয়টি সুপারভাইজারকে জানান। বিমান চাঙ্গি বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম মালতী বলেন, “এই ধরনের অপরাধ আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি, বিশেষত যখন এটি বিমানবালাদের বিরুদ্ধে হয়—যারা যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করেন।”
আগামী ১৪ মে মামলার পরবর্তী শুনানিতে ওই যুবককে দোষী সাব্যস্ত করা হতে পারে। দোষী প্রমাণিত হলে তার তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও আর্থিক জরিমানা হতে পারে।