দেশের স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটির (সামার ভ্যাকেশন) সময়কে কাজে লাগিয়ে ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বিএনপির আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
তারেক রহমান বলেন, “স্কুল-কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিয়ে আমরা প্রশিক্ষণের কাজে লাগাতে পারি। ছুটির সময় কর্মমুখী প্রশিক্ষণ চালুর চিন্তা আছে আমাদের। বিষয়টি ডিটেইলস পরিকল্পনার মধ্যে রয়েছে।”
শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার বাইরে গিয়ে ছাত্রদের দেশপ্রেম, নেতৃত্ব এবং শৃঙ্খলায় উদ্বুদ্ধ করতেই তারেক রহমান স্কাউট, বিএনসিসি এবং খেলাধুলাকে বাধ্যতামূলক করার আগ্রহও প্রকাশ করেন। বলেন, “স্কুলে স্কাউট ও বিএনসিসি ছিল, যেখানে অংশগ্রহণের মাধ্যমে ছাত্ররা ডিসিপ্লিন শিখত। আমরা চাই এগুলো আবার পুরোদমে চালু হোক।”
তিনি আরও বলেন, “যাদের নিয়ে আপনারা কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তারা যদি শৃঙ্খলাবদ্ধ হয়, তাহলে দেশ এগিয়ে যাবে।”
শিক্ষকদের বেতন সম্পর্কেও মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, “বর্তমানে শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তা যথেষ্ট নয়। প্রাথমিক শিক্ষায় আরও বেশি গুরুত্ব দিতে চাই আমরা।”
এসএস/টিএ