ফরাসি শো ‘লা মাঁতে’ থেকে অনুপ্রাণিত ওয়েব সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’-তে মাধুরী দীক্ষিত অভিনীত এক ক্রাইম থ্রিলারের গল্প দর্শকদের মিশ্র অনুভূতি দেয়। সিরিজের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পুলিশের সহযোগী মিসেস দেশপাণ্ডে, যিনি সিরিয়াল কিলারের খুনের ধাঁধা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথম এপিসোডেই এক অভিনেতার হত্যার ঘটনা দেখানো হয় এবং খুনির প্যাটার্নের আভাস মিললেও আসল খুনিকে খুঁজে বের করার চেষ্টা মূল কাহিনার ঘুর্ণিপাক।
তবে সিরিজের সবচেয়ে বড় সমস্যা হলো, গল্পের গতিপথ খুব সহজে আন্দাজ করা যায়। ক্রাইম থ্রিলারের জন্য এটি কোনো সুবিধার বিষয় নয়। সংলাপ এবং চিত্রনাট্যে বহু ফাঁকফোকর এবং অযৌক্তিক দৃশ্য রয়েছে, যা দর্শকের গল্পের মধ্যে আকর্ষণ ধরে রাখতে ব্যর্থ হয়। যেমন, মিসেস দেশপাণ্ডে যখন পুলিশের বেড়াজাল ভেঙে পালায়, দেখা যায় সে তার পরিবারকে দেখতে যায় কোনো সতর্কতা অবলম্বন ছাড়াই এটি গল্পের যুক্তির সঙ্গে সামঞ্জস্যহীন।
চিত্রনাট্যে পুলিশকে বারবার অকর্মণ্য ও নিরুপায় হিসেবে দেখানো হয়েছে, যা বাস্তবের সঙ্গে মেলেনি। এছাড়া কিছু সংলাপে সমকামিতা নিয়ে স্টিরিওটাইপধর্মী মন্তব্যের কারণে বিতর্কও তৈরি হয়েছে। মাধুরী দীক্ষিতের অভিনয় কিছু দৃশ্যে প্রশংসনীয় হলেও কিছু সময় একঘেয়ে মনে হয়। সব মিলিয়ে সিরিজটি প্রত্যাশা অনুযায়ী উত্তেজনা তৈরি করতে ব্যর্থ এবং দর্শক হতাশ হয়।
আরপি/এসএন