নাগের চরিত্রে অক্ষয় নয়, চূড়ান্ত কার্তিক

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবার নাগের চরিত্রে অভিনয় করছেন। ‘নাগজিলা’ ছবিতে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এ ছবির পোস্টার। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ আগস্ট।

ছবিতে কার্তিকের চরিত্রের নাম প্রেমবদেশ্বর পেয়ারে চাঁদ। করন জোহরের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে ছবির পোস্টার, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

শেয়ার করা পোস্টারের নিচে ক্যাপশনে লেখা আছে, ‘মানুষের ছবি তো অনেক দেখলেন। এবার নাগদের ছবি দেখুন। "নাগজিলা" নাগলোকের প্রথম কাণ্ড। ফনা তুলে আসছেন প্রেমবদেশ্বর পেয়ারে চাঁদ। ২০২৬ সালের ১৪ আগস্ট, নাগ পঞ্চমীতে মুক্তি পাবে এই ছবি।’

এই ছবিতে নাগের চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল অক্ষয় কুমারের। সাপ নিয়ে ছবি হওয়ায় তিনি অপ্রস্তুত ছিলেন, তাই প্রস্তাব ফিরিয়ে দেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবির অফার প্রথমে গিয়েছিল অক্ষয়ের কাছেই। তিনি ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। তবে গল্প ভালো লাগেনি অক্ষয়ের।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘জানি দুশমন’-এর মতো ছবি আর করতে চাননি তিনি। এরপর প্রস্তাব দেওয়া হয় কার্তিককে, এবং তিনি অভিনয়ের জন্য সম্মতি জানান।

এমআর/টিএ


Share this news on: