রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। অভিনেতার রামের চরিত্রে অভিনয় করা নিয়ে আপত্তি জানাচ্ছেন দর্শকের একাংশ। প্রশ্ন তোলে, যিনি গোমাংস খান, তিনি কীভাবে হিন্দু ধর্মের আদর্শ চরিত্র ‘ভগবান রাম’-এর ভূমিকায় অভিনয় করতে পারেন!
বিতর্কের সূত্রপাত ১৫ বছর আগে রণবীর কাপুরের দেওয়া এক পুরনো সাক্ষাৎকার ঘিরে। সেখানে তিনি বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবারের মধ্যে পাঁঠার মাংস, পায়া ও গোমাংস আমার খুব প্রিয়।’
সেই মন্তব্য ঘিরেই আবারও সমালোচনার ঝড় ওঠে। সম্প্রতি সামাজিক মাধ্যমে রণবীর ও সাই পল্লবীর একটি ছবি শেয়ার করে লেখা হয়, ‘গোমাংস খাদক এখন রামের চরিত্রে! বলিউডের অবস্থা দিন দিন কী হচ্ছে!’
২০১১ সালের সেই সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালোবাসি।’
আবার আরেক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, রামের চরিত্রে অভিনয়ের আগে তিনি নিরামিষ খাবার খাচ্ছিলেন। কিন্তু তাতেও সমালোচনা থামেনি; ঘুরে ফিরে উঠেছে সেই গোমাংস বিতর্ক।
এসএন