নীলফামারীর কিশোরগঞ্জে চলতি দাখিল পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক এবং এক আলিম শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জেলা আদালতের তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ উপজলার বড়ভিটা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মোজাহিদুল ইসলাম (৩২) ও বড়ভিটা ফাজিল মাদ্রাসার আলিমের দ্বিতীয় বর্ষের ছাত্র রোকনুজ্জামান (১৮)।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরআর/টিএ