ফিক্সিংয়ের অভিযোগ রাজস্থানের বিরুদ্ধে

আইপিএলের চলতি আসরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাড-হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি এই অভিযোগ করেন।

দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দুটি ম্যাচে জয়ের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও রাজস্থান রয়্যালস হেরে যায়। এর পরই এই অভিযোগ ওঠে।

রাজস্থান রয়্যালস এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানালেও, এখন এই অভিযোগের পেছনে থাকা আসল কারণ হিসেবে উঠে এসেছে টিকিট বিতরণ সংক্রান্ত বিবাদ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরসিএ সাধারণত প্রতি ম্যাচে ১৮০০টি টিকিট পেয়ে থাকে, কিন্তু চলতি মৌসুমে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০০০-১২০০-তে। রাজস্থান রয়্যালস সূত্রে জানা যায়, আরসিএ বর্তমানে বাতিল অবস্থায় থাকায়, বিসিসিআই নির্দেশ দিয়েছে রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিল (আরএসএসি)-এর সঙ্গে সমন্বয় করে সব আয়োজন করতে।

রাজস্থান রয়্যালসের এক কর্মকর্তা জানান,‘আরসিএ ভেঙে যাওয়ার পর আমরা শুধুমাত্র রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিল (আরএসএসসি)-এর সঙ্গে কাজ করছি।

কিছু অসন্তুষ্ট সদস্য অতিরিক্ত টিকিট চেয়ে চাপ সৃষ্টি করছেন, যা আমরা মানছি না। তাই তারা এখন ভিত্তিহীন অভিযোগ করছে।’

রাজস্থা্ন রয়্যালস কর্তৃপক্ষ এক শক্ত বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করে লিখেছে, ‘এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর, এবং রাজস্থান রয়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআই-এর ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতার ক্ষতি করছে। এটা ক্রিকেটের সততা ও নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আরসিএ এখন একটি অ্যাড-হক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। নির্বাচনের আগ মুহূর্তে কিছু মানুষ মনোযোগ পেতে এই ধরনের নাটক করছে। তবে, বিসিসিআই’র দুর্নীতি দমন ইউনিট ২৪ ঘণ্টা কাজ করছে এবং এসব অভিযোগের কোনো সত্যতা নেই।’

আইপিএলে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শেষ দুই ম্যাচে তারা নাটকীয়ভাবে হেরেছে, যেখানে দুবারই মাত্র ৬ বলে ৯ রান তুলতে ব্যর্থ হয় দলটি।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পেট খারাপ তাই পরীমনির সঙ্গে সুযোগ পেলাম না : প্রসূন আজাদ Apr 23, 2025
img
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী জাপানি কোম্পানিগুলো Apr 23, 2025
img
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল Apr 23, 2025
img
''ইউনিগোল্ড'': পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি, বছরে দেবে দুই শতাধিক ডিম Apr 23, 2025
img
ভারতে হামলাকারীরা দ্রুতই কঠোর জবাব পাবে Apr 23, 2025
img
স্ত্রীর সঙ্গে ফুটবলার শেখ মোরছালিনের বিচ্ছেদ, মামলা প্রত্যাহার Apr 23, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে Apr 23, 2025
img
পারভেজ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার Apr 23, 2025
img
দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে : চিফ প্রসিকিউটর Apr 23, 2025
img
রাজনৈতিক মঞ্চে ইলিয়াস কাঞ্চন, নতুন দল ‘জনতার পার্টি বাংলাদেশ’ Apr 23, 2025