পহেলগামে হামলার প্রতিবাদে গর্জে উঠলেন সঞ্জয়-সোনম-চিরঞ্জীবীরা

পহেলগামে হামলার প্রতিবাদে গর্জে উঠলেন তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে সুবিচার চাইলেন সঞ্জয় দত্ত, সোনম কাপুর, চিরঞ্জীবী। কেউ লিখলেন, ‘ঠান্ডা মাথায় খুন, ক্ষমার অযোগ্য।’ কেউ আবার লিখলেন, ‘কোনও যুক্তি দিয়েই এই ঘটনাকে ঢাকা যাবে না।’

জঙ্গি হানায় রক্তাক্ত ভূস্বর্গ। অসমর্থিত সূত্র বলছে, মৃত্যু হয়েছে ২৬ জনের। যদিও সরকারের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, মৃতের সংখ্যা ১৬। আহত অনেকে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-ও পুরো ঘটনায় স্তম্ভিত। তিনি বলছেন, “সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সাধারণ নাগরিক বা পর্যটকদের উপর এত ভয়াবহ হামলা হয়নি। নিন্দার কোনও ভাষা নেই।” পহেলগামে হামলার ঘটনায় ফুঁসে উঠেছে সবমহল। এক্স হ্যান্ডেলে অভিনেতা সঞ্জয় দত্ত লেখেন, “ওরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এটা ক্ষমার অযোগ্য। ওই জঙ্গিদের জানা উচিত যে আমরা চুপ করে থাকব না।” এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে মেনশন করে লিখেছেন, “ওদের যোগ্য শাস্তি দিন।”

পহেলগামে কাণ্ডে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অনিলকন্য়া সোনম কাপুর। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “যারা পরিবারের সদস্যকে হারিয়েছে তাঁদের সমবেদনা।”
দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “পহেলগামে-য়ে ২৬ জনের প্রাণ কেরেছে জঙ্গিরা। ভয়ংকর ঘটনা। ক্ষমার অযোগ্য নৃশংসতা।” পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনাও জানিয়েছেন তিনি। রবিনা ট্যান্ডন লিখেছেন, “আতঙ্কিত এবং রাগ হচ্ছে।” সরব হয়েছেন সোনু সুদ, বিবেক ওবেয়র, জায়রা ওয়াসিম-সহ বহু সেলেবরা। প্রত্যেকের দাবি একটাই, যোগ্য শাস্তি।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ