খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
স্ট্যাটাসে উমামা লেখেন, "কুয়েটের ভিসিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কুয়েটের পাশে আছি।"
সম্প্রতি কুয়েটে ঘটে যাওয়া কিছু ঘটনা ও প্রশাসনের ভূমিকা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে উমামা ফাতেমার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে এবং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।