বিশেষ কারণে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বৈঠকে থাকছেন না রুবিও

আজ বুধবার (২৩ এপ্রিল) ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে লন্ডনে বিশেষ বৈঠকে বসছে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে যুক্তরাষ্ট্রেরও যোগ দেওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র ওই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রুবিও জানিয়েছেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে।

বিশেষ কারণে তিনি ওই বৈঠকে যোগ দিতে পারছেন না।

এক্স হ্যান্ডেলে রুবিও লিখেছেন, ‘বৈঠকে যোগ দিতে না পারলেও সেখানে কী আলোচনা হয়, সেদিকে নজর রাখব। আগামী মাসেই যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করবো। এই বৈঠক ফলপ্রসূ হোক, এটাই কামনা করি।

রুবিও না থাকলেও হোয়াইট হাউসের বিশেষ প্রতিনিধি জেনারেল কেইথ কেলগ এই বৈঠকে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতি দিয়ে জানিয়েছেন, রুবিওর লন্ডনে না যাওয়ার পিছনে কোনো কূটনৈতিক কারণ নেই। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব গুলিয়ে ফেলার কোনো কারণ নেই।

বস্তুত, রবিবারই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই সপ্তাহেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা হবে বলে তিনি আশাবাদী।

গত সপ্তাহে এমনই একটি বৈঠক হয়েছিল ফ্রান্সে। সেখানেই সিদ্ধান্ত হয়, এই সপ্তাহে বৈঠক হবে লন্ডনে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সংঘর্ষ-বিরতি শুরু হলে তিনি রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত। তবে রাশিয়া সংঘর্ষ-বিরতি না মানলে তিনি আলোচনার টেবিলে বসবেন না।
তবে একইসঙ্গে জেলেনস্কি জানিয়েছেন, ‘সব বিষয়ে দ্রুত সহমত হওয়া সম্ভব নয়।

অনেকগুলো বিষয় আছে যা অত্যন্ত জটিল।’ জেলেনস্কির বক্তব্য, এর মধ্যে রাশিয়ার দখল করে নেওয়া জমির বিষয় আছে, নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় আছে এবং সর্বোপরি ন্যাটোয় ইউক্রেনের যুক্ত হওয়ার বিষয়টিও আছে।

বুধবার লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরাও যোগ দেবেন। মঙ্গলবার এই সকল বিষয় উল্লেখ করে জেলেনস্কিও একটি টুইট করেছেন।

জেলেনস্কি একইসঙ্গে জানিয়েছেন, নতুন সামরিক সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার আর নতুন করে কোনো আলোচনা হয়নি। লন্ডনের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হবে না বলেই জানিয়েছেন তিনি। তবে চলতি সপ্তাহে পোপ ফ্রান্সিসের অন্তিমযাত্রায় তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হওয়ার কথা। সেখানে এ বিষয়ে কথা হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে রাশিয়া। জাপোরিঝঝিয়া রাশিয়ার গাইডেড বোমার আঘাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ২৪। এ ছাড়া একজন ৬৯ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। একটি বোমা একটি বাড়িতে এসে লাগে বলে জানা গেছে। অন্যটি একটি জনবহুল এলাকায় গিয়ে পড়ে। কোনো জায়গাতেই মানুষ পালানোর সুযোগ পায়নি।

একটি ছবিতে দেখা যায়, একটি বাড়ির একদিকের দেওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে এবং রক্তাক্ত এক ব্যক্তিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মেডিক্যাল টিম। ওডেসাতেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ। সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন। রাশিয়ার বাহিনী কুরস্ক এবং দনেৎস্কের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

'জুলাইয়ের বিচারের আগে নির্বাচন হতে দেব না' Jul 04, 2025
গাজীপুরে বিএনপির সমাবেশ থেকে কি বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ? Jul 04, 2025
img
টানা তিন হিট, এক ক্যামিও: বলিউডে নির্ভরতার নাম অক্ষয় কুমার Jul 04, 2025
img
বাংলাদেশের রাষ্ট্রকাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই: সামান্তা শারমিন Jul 04, 2025
img
করণ জোহরের ফ্যান্টাসি থ্রিলারে রাজকুমার রাও Jul 04, 2025
img
টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি : ধর্ম উপদেষ্টা Jul 04, 2025
img
আমির খান, জাভেদ আখতার কি মারাঠি বলেন?প্রশ্ন নীতেশ রানের Jul 04, 2025
img
বার্সার আগ্রহ থাকলেও বিলবাওয়েই থাকছেন নিকো Jul 04, 2025
img
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি Jul 04, 2025
img
২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত Jul 04, 2025
অমিতাভ বচ্চনের পেজে জয়ার সিনেমার ট্রেলার, যা বললেন অভিনেত্রী Jul 04, 2025
img
টেলর সুইফট, বিটিএসকে পেছনে ফেলে শীর্ষে অরিজিৎ সিং Jul 04, 2025
img
সাংবাদিক হলে এনসিপির নির্বাচনী প্রচারণায় থাকতাম: প্রেস সচিব Jul 04, 2025
শহীদ পরিবারের বাড়িতে নাহিদ ইসলাম Jul 04, 2025
img
কেউ আওয়ামী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে : জামায়াত আমির Jul 04, 2025
img
২০০৮ সালের অবৈধ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : দুলু Jul 04, 2025
হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার ভয় পাচ্ছেন করণ? Jul 04, 2025
৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ; অতঃপর Jul 04, 2025
img
৩১ দফার ভিত্তিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে : এস এম জাহাঙ্গীর Jul 04, 2025
img
শ্রম খাতের আড়ালে জঙ্গি সংগ্রহের অভিযোগ মালয়েশিয়ার আইজিপির Jul 04, 2025