ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের কাছে বৈসরন উপত্যকায় মঙ্গলবার এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ ও পর্যটক। এই নির্মম ঘটনায় গোটা ভারত শোকস্তব্ধ। সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের তারকারাও সামাজিক মাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
“চুপ থাকলে চলবে না”—বলিউডের প্রতিবাদ
সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, হিনা খান, ভিকি কৌশলসহ একাধিক তারকা।
অক্ষয় কুমার লিখেছেন,
“পহেলগামে নির্দোষ ট্যুরিস্টদের উপর যেভাবে হামলা হয়েছে, তা ভয়াবহ ও অমানবিক। নিহতদের পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা। কীভাবে মানুষ এভাবে হত্যা করা সম্ভব!”
সঞ্জয় দত্ত লিখেছেন,
“ঠান্ডা মাথায় নিরীহ মানুষদের খুন করা হয়েছে। এটা কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। এবার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করব—সন্ত্রাসীদের তাদের উপযুক্ত জবাব দিন।”
করণ জোহর পোস্ট করেছেন,
“হৃদয়বিদারক ঘটনা! যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা রইল।”
সিদ্ধার্থ মালহোত্রা লেখেন,
“এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমার দেশের সেনার উপর পূর্ণ আস্থা আছে। তারা যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা করি।”
ভিকি কৌশল লিখেছেন,
“পহেলগামে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের যন্ত্রণার কথা ভাবলেই মন ভার হয়ে আসে। আমার প্রার্থনা ও সমবেদনা রইল।”
হিনা খান, যিনি নিজেও কাশ্মীরি, ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “পহেলগাম কেন? কেন?”
এই ঘটনার প্রতিবাদে অনুপম খের, সোনু সুদ, রাভিনা ট্যান্ডন, জাহ্নবী কাপুরসহ আরও অনেক বলিউড তারকা কড়া ভাষায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রাষ্ট্রীয় প্রতিক্রিয়া
এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে “কাপুরুষোচিত ও নৃশংস” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, হামলার তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এফপি/টিএ