মাঠে মুখোমুখি হওয়ার আগেই রোনালদোকে খোঁচা বেনজেমার

পেশাদার ক্যারিয়ারে ১,০০০তম গোলের পথে দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে নিয়মিতই গোল করছেন এই পর্তুগিজ তারকা, যদিও দলীয় সাফল্য এখনো পুরোপুরি ধরা দিচ্ছে না তার ক্লাব আল-নাসরের। এরই মধ্যে সামনে আসছে রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ করিম বেনজেমার আল-ইত্তিহাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের আগে রোনালদোকে উদ্দেশ করে খোঁচা দিয়ে আলোচনায় এলেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

সৌদি চ্যাম্পিয়নশিপসের ২৯তম রাউন্ডের ম্যাচে গত মঙ্গলবার আল-ইত্তিফাকের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আল-ইত্তিহাদ। যা শীর্ষে থাকা বেনজেমাদের লিগ টেবিলে আরও ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে দিয়েছে। দুইয়ে রয়েছে নেইমার জুনিয়রের সদ্য সাবেক ক্লাব আল-হিলাল। রোনালদো আল-নাসর রয়েছে তৃতীয় অবস্থানে। যদিও তিন দলই সমান ২৯টি করে ম্যাচ খেলেছে। তবে শীর্ষে থাকা ইত্তিহাদের চেয়ে আল-হিলাল ৬ এবং রোনালদোরা পিছিয়ে আছেন ৮ পয়েন্টে।

নিজেদের সর্বশেষ জয়ের ম্যাচেও একটি গোল করেছেন বেনজেমা। এরপরই গণমাধ্যমের পক্ষ থেকে তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। চলমান সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১৮টি গোল করেছেন সাবেক এই ফরাসি স্ট্রাইকার। তার চেয়ে ৫ গোল বেশি করে তালিকার শীর্ষে অবস্থান করছেন রোনালদো। অর্থাৎ, সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতাটা চলছে সাবেক ‍দুই সতীর্থের মাঝেই।

ইত্তিফাকের বিপক্ষে ইত্তিহাদের জয়ের পর মিক্সড জোনে বেনজেমা গণমাধ্যমের মুখোমুখি হন। তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, দলীয় সাফল্যের কাছে ব্যক্তিগত অর্জন কিছু নয়। ফলে সেরা গোলদাতা হওয়ার প্রসঙ্গ তুললে বেনজেমার উত্তরটা ছিল এমন ‘আমি এটা (গোলদাতা) নিয়ে তেমন ভাবি না বন্ধু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে (সৌদি প্রো লিগের) ট্রফি জেতা।’

শিরোপা এবং সেরা স্কোরারের এই প্রতিযোগিতা নিয়ে উত্তেজনার পারদ আরও চরমে উঠবে আগামী ৭ মে। যেখানে প্রো লিগের ম্যাচে বেনজেমা-রোনালদোর ইত্তিহাদ-নাসর মুখোমুখি হবে। সম্ভাব্য শিরোপা জয়ী দলটিও সেই ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে। যদিও পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আল-হিলালের সঙ্গেই গত কয়েক মৌসুমে মূল প্রতিযোগিতা হচ্ছে ইত্তিহাদের। সেই ম্যাচের আগে বেনজেমাদের আর ম্যাচ নেই। তবে আগামী ২৭ এপ্রিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর আল-নাসর খেলবে জাপানি ক্লাব ইয়োকোহামা এফএমের।

ইউরোপীয় ক্লাব ছেড়ে রোনালদো সৌদি ক্লাবটিতে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর বেনজেমা, নেইমার, কান্তে, সাদিও মানেসহ আরও অনেকেই নাম লেখান মধ্যপ্রাচ্যের এই ফুটবল প্রতিযোগিতায়। ক্লাব ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়লেও আল-নাসরকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি রোনালদো। ক্লাবটি সৌদি প্রো লিগে সর্বশেষ জিতেছে ২০১৮-১৯ মৌসুমে। এর পরবর্তী চার মৌসুমের মধ্যে আল-হিলাল ৩ এবং বেনজেমার ইত্তিহাদ একবার শিরোপা উৎসব করেছে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, কমেছে দাম Dec 15, 2025
img
অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৬ Dec 15, 2025
img

চানখারপুলে ছয় হত্যা

হাবিবুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ Dec 15, 2025
img
ওসমান হাদির ঘটনায় মেহেরপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার Dec 15, 2025
img
এমবাপে ও রদ্রিগোর গোলে আলাভেসের বিপক্ষে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Dec 15, 2025
img
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের Dec 15, 2025
img
শব্দদূষণকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে: রিজওয়ানা হাসান Dec 15, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানেই হারাল ম্যানচেস্টার সিটি Dec 15, 2025
img
আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সিঙ্গাপুর Dec 15, 2025
img
১৫ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Dec 15, 2025
img

বুন্ডেসলিগা

টেবিলের তলানির দলের বিপক্ষে কোনোমতে হার এড়াল বায়ার্ন মিউনিখ Dec 15, 2025
img
ভোটাধিকার প্রয়োগ করে প্রবাসীদের দেশ গড়ায় অবদান রাখার আহ্বান Dec 15, 2025
img
সিডনির ঘটনায় প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী Dec 15, 2025
img
বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হচ্ছে বিএনপির শরিকদের আসন Dec 15, 2025
img
ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা Dec 15, 2025
img
তুরস্কে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত Dec 15, 2025
img
অস্ত্রসহ সাবেক রেলমন্ত্রীর সহচর গ্রেপ্তার Dec 15, 2025
img
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি Dec 15, 2025
রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে ন্যাটোপ্রধানের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: মস্কো Dec 15, 2025
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের Dec 15, 2025