আজ সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী

নিঃসন্দেহে বাংলা ও বিশ্ব চলচ্চিত্র জগতের এক অনন্য কিংবদন্তি সত্যজিৎ রায়। আজ তাঁর মৃত্যুবার্ষিকী।

১৯২১ সালের ২ মে কলকাতার খ্যাতনামা রায় পরিবারে জন্ম নেওয়া এই বরেণ্য নির্মাতা শুধু বাংলা চলচ্চিত্র নয়, উপমহাদেশীয় সিনেমার ইতিহাসেও রেখেছেন অসাধারণ ছাপ। তাঁর পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ও পিতা সুকুমার রায় দুজনেই ছিলেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার মসূয়া গ্রামে।

মাত্র তিন বছর বয়সে বাবাকে হারিয়ে মায়ের কঠোর পরিশ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন সত্যজিৎ। শান্তিনিকেতনে পড়াশোনা শুরু করলেও তা শেষ না করে যোগ দেন একটি বিজ্ঞাপন সংস্থায়। এখান থেকেই শুরু হয় তাঁর ভিজুয়াল আর্টসের প্রতি ভালোবাসা ও চলচ্চিত্র নির্মাণে যাত্রা।

১৯৫২ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মাণ শুরু করেন পথের পাঁচালী। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র ভারতীয় সিনেমাকে পৌঁছে দেয় আন্তর্জাতিক অঙ্গনে। কান চলচ্চিত্র উৎসবে 'বেস্ট হিউম্যান ডকুমেন্ট'সহ বিশ্বজুড়ে ১১টি পুরস্কার লাভ করে ছবিটি। এই চলচ্চিত্রের সঙ্গে পরবর্তীতে যুক্ত হয় অপরাজিত ও অপুর সংসার—যেগুলো একত্রে পরিচিত ‘অপুর ট্রিলজি’ নামে।

সত্যজিৎ রায়ের অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে জলসাঘর, দেবী, চারুলতা, নায়ক, ঘরে বাইরে, শাখাপ্রশাখা, এবং আগন্তুক। রোমহর্ষক গোয়েন্দা চরিত্র ফেলুদা এবং কল্পবিজ্ঞানপ্রেমী প্রোফেসর শঙ্কু আজও পাঠক-দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়।

বাংলা ছাড়াও হিন্দি ও উর্দু ভাষায় নির্মিত তাঁর শতরঞ্জ কি খিলাড়ি ও সদগতি ছবিগুলোও পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। কর্মজীবনের শেষদিকে স্বাস্থ্য সংকটে পড়লেও ছেলে সন্দীপ রায়ের সহায়তায় তিনি শেষ কয়েকটি ছবি পরিচালনা করেন।

১৯৯২ সালের ২৩ এপ্রিল, হৃদযন্ত্রের জটিলতায় চিরবিদায় নেন এই মহান নির্মাতা। তাঁর শিল্পভাষা, মানবিক দৃষ্টিভঙ্গি ও নিখুঁত নির্মাণশৈলী আজও বিশ্বব্যাপী প্রশংসিত।

সত্যজিৎ রায় শুধু একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, তিনি ছিলেন সময়ের বহু আগে এগিয়ে থাকা এক চিন্তাশীল দৃষ্টিভঙ্গির প্রতিভূ—যিনি চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকবেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দুর্যোগে নিরবচ্ছিন্ন সংযোগ রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেটে বাড়ছে আগ্রহ Apr 23, 2025
img
দুই নাটকে ফুটে উঠেছে ১৬ বছরের শাসনের নৃশংস বাস্তবতা Apr 23, 2025
img
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আরেকটা নাম: রুমিন ফারহানা Apr 23, 2025
img
টেস্টে ৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরাজয় Apr 23, 2025
img
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিএনপির লড়াই চলবে: রুমিন ফারহানা Apr 23, 2025
img
সরকারি অনুদানে ৩২টি চলচ্চিত্র, সময়সীমা বাড়লো ২৭ এপ্রিল পর্যন্ত Apr 23, 2025
img
স্ত্রীকে হত্যার পর পাশেই বসেছিলেন, আটক স্বামী Apr 23, 2025
img
কুষ্টিয়ার মামলায় গ্রেফতার দেখানোর ব্যবস্থা করো, আইনজীবীর উদ্দেশ্যে ইনু Apr 23, 2025
img
উৎপাদন খরচ বেড়ে লোকসানের শঙ্কায় বোরো চাষিরা Apr 23, 2025
img
আবার কবে খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার? Apr 23, 2025