বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের প্রসারে সরকারি অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে সর্বোচ্চ ৩২টি চলচ্চিত্র নির্মাণে অনুদান প্রদান করবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাবে। এর জন্য গল্প, চিত্রনাট্য ও নির্মাণ পরিকল্পনা সহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত সময়সীমা ছিল ৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব, চিত্রনাট্যকার, লেখক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি অপরিবর্তিত থাকছে। প্রযোজকের আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রস্তাবিত বাজেটের ন্যূনতম ১০% অর্থ তার নিজস্ব ব্যাংক হিসাবে জমা রয়েছে—এ মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদ ও চলচ্চিত্র বিষয়ক সংগঠনের প্রত্যয়নপত্র (যদি থাকে) দাখিল বাধ্যতামূলক।
এসএস/টিএ