‘মুম্বাই মহাসমুদ্র, কত বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে’

ধারাবাহিক নাটক থেকে সিনেমাতে অভিনয়। টলিউডে প্রায় ২২ বছর থেকে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি। এদিকে নতুন অভিজ্ঞতার সন্ধানে বছর দেড়েক আগে মুম্বাই গিয়েছিলেন তিনি। সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায়ের সিনেমার জন্য আবারও কলকাতায় ফিরেছেন তিনি।

তবে শহরে ফিরে এবার কিছুটা আশাহত হয়েছেন। ছবির শুটিং বন্ধ রয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘২২ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। ভাবলেও অবাক লাগে এমন কোনও ঘটনার সম্মুখীন কখনও হইনি।’

এদিকে অনেকদিন তো দেখা যাচ্ছে না টলিপাড়ায়। তবে কি মুম্বাইয়েই এখন বেশি থাকছেন তিনি? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘দু’জায়গা মিলিয়েই থাকি। যেহেতু ওখানে একটু অন্যরকম কাজের চেষ্টা করছি, তাই অনেকটা বেশি সময় থাকতে হচ্ছে।’

যদিও মুম্বাইয়ে যে খুব বেশিদিন তিনি থাকছেন, তা নয়। তবে তারমধ্যেই দুই ইন্ডাস্ট্রির বেশ কিছু পার্থক্য তিনি লক্ষ্য করেছেন। দেবযানীর কথায়, ‘এই ইন্ডাস্ট্রি আমায় সবটা দিয়েছে। তবে মুম্বাইয়ের বিষয়ে যদি আলাদা করে বলতে হয়, তবে প্রফেশনালিজম থেকে কিছু ক্ষেত্রে কাজের প্রতি কমিটমেন্ট এবং দায়িত্ববোধ ভীষণ চোখে পড়ে।’

তিনি আরও বলেন, ‘ভালো কিছুর জন্য অনেকটা সময় দিতে হবে। আমি নিজেও সেটা বুঝি। এবং ছেলেকেও সেটা বোঝাই প্রতি মুহূর্তে। মুম্বাই মহাসমুদ্র। বহু বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন কত মানুষ দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছেন মুম্বাইয়ে।’

তার কথায়, ‘তাই এই কম্পিটিশনটা খুব প্রয়োজন সকলের জীবনেই। আমি ছেলেকেও বলি এই প্রতিযোগিতার মধ্যে যাও। সবকিছু সহজে পেয়ে যাওয়াটা ভালো বিষয় নয়। নিজেকে পরখ করা প্রয়োজন।’

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একদিন পরই কমলো সোনার দাম Apr 23, 2025
img
রাজনৈতিক মামলা প্রত্যাহারে ৩ সপ্তাহের আল্টিমেটাম শিবিরের Apr 23, 2025
img
বাংলাদেশে অনেক আরাকান আর্মি বিয়ে করেছে, যা অস্বীকার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 23, 2025
img
৬০০ কোটির ক্লাবে ছাভা, ইতিহাস গড়লেন ভিকি কৌশল Apr 23, 2025
img
দলগুলোর একমতের বিষয়গুলো কেন জাতিকে জানানো হচ্ছে না, প্রশ্ন আমীর খসরুর Apr 23, 2025
img
বাংলাদেশের হয়ে মিরাজের অনন্য রেকর্ড Apr 23, 2025
img
এবার গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পরীমনি Apr 23, 2025
img
সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য মোটা হয়েছে, সেও আমার বিরুদ্ধে কথা বলেন: মির্জা আব্বাস Apr 23, 2025
img
বাবা বলেছিলেন, ‌আমায় ছাড়া কাশ্মীর দেখো না : শাহরুখ Apr 23, 2025
img
কাশ্মির হামলার অভিযোগ অস্বীকার করলো পাকিস্তান Apr 23, 2025