বাংলাদেশের হয়ে মিরাজের অনন্য রেকর্ড

প্রায় একপেশে ম্যাচের মোড় ঘুরিয়ে রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ চতুর্থ দিনের শেষ ভাগে। তবে শেষ হাসি হেসেছে সফরকারী জিম্বাবুয়ে, সিলেটে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে তারা। এমন হতাশাজনক পরিণতির মাঝেও ব্যক্তিগত এক অনন্য রেকর্ড গড়েছেন মিরাজ, প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তৃতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই স্পিন অলরাউন্ডার।

এদিন আরও একটি ব্যক্তিগত মাইলফলক পূর্ণ করেছেন মিরাজ। ডানহাতি এই স্পিনার টেস্টে নিজের ২০০তম উইকেট শিকার করলেন নিজের ফাইফার পূর্ণ করার সঙ্গে সঙ্গেই। টেস্টে নিজের ৫২ ম্যাচ এবং ৯১তম ইনিংসে এই কীর্তি গড়লেন ২৭ বছর বয়সী এই তারকা। তবে বাংলাদেশের হয়ে এখনও টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব আল হাসান (১২১ ইনিংসে ২৪৬ উইকেট)।

সাকিবের পর তালিকার দুইয়ে আছেন তাইজুল ইসলাম। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে শিকার করেন ২ উইকেট। ফলে ৯৩টি টেস্ট ইনিংসে তার মোট শিকার ২১৯ উইকেট। এরপরই অবস্থান ২০০তম উইকেট পাওয়া মিরাজের। এ ছাড়া সাবেক স্পিনার মোহাম্মদ রফিক ৪৮ ইনিংসে ১০০ এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৫১ টেস্ট ইনিংসে ৭৮ উইকেট নিয়েছেন।

তবে দুই ইনিংস মিলিয়ে মিরাজের ১০ উইকেট বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন ২ বার টেস্টে ১০ উইকেট নেওয়া তাইজুল ও সাকিবকে। এর মধ্যে সাকিব ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এ নিয়ে টেস্টে তিনবার ১০ উইকেট নিলেও প্রথমবার মিরপুরের বাইরে এই কীর্তি গড়লেন মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি তারকার বোলিং ফিগার ৫৫/৫। টেস্টে ফাইফারের দিক থেকেও বাংলাদেশি বোলারদের মধ্যে তিনে অবস্থান মিরাজের। সাদা পোশাকে সর্বোচ্চ ১৯ বার পাঁচ ‍উইকেট শিকার করেছিলেন সাকিব। এ ছাড়া তাইজুল ১৫ এবং মিরাজ আজকের ম্যাচ দিয়ে ১২তম ফাইফার পূর্ণ করলেন।

প্রসঙ্গত, সিলেট টেস্টে বাংলাদেশ চরম ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত’র দল মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে নিজেদের ইনিংসে ২৭৩ রান তোলে। ফলে বাংলাদেশ ৮২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে দ্বিতীয় ইনিংসের। যেখানে তাদের পুঁজি দাঁড়ায় ২৫৫ রানের। স্বাগতিকদের ১৭৪ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে জয় নিশ্চিত করেছে শন উইলিয়ামসের জিম্বাবুয়ে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাতের মধ্যেই ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস Apr 23, 2025
img
সন্দ্বীপ-সীতাকুণ্ড নৌ রুটে বন্ধ হচ্ছে না ফেরি, যুক্ত হচ্ছে সি-ট্রাক Apr 23, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের দাবি দুই দলের Apr 23, 2025
img
ফেডারেশন কাপের স্থগিত ফাইনালের বাকি অংশ ২৯ এপ্রিল Apr 23, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে হার, দায় নিজের কাঁধে নিলেন শান্ত Apr 23, 2025
img
ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবে বিএনপি : তারেক রহমান Apr 23, 2025
img
লা লিগায় খেলতে আগ্রহী রোমেরো Apr 23, 2025
img
নারী কমিশন বাতিলসহ ৫ দফায় একমত পাঁচ ইসলামী দল Apr 23, 2025
img
“শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর করতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার”— শিক্ষা উপদেষ্টা সি আর আবরার Apr 23, 2025
img
দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত: বিশ্বব্যাংক Apr 23, 2025