ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গৃহকর্মী পিংকি আক্তারের করা শারীরিক নির্যাতনের মামলার জবাবে এবার মানহানির পাল্টা মামলা করেছেন অভিনেত্রী নিজেই।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পিংকি আক্তারের বিরুদ্ধে অনলাইনে কুৎসা রটিয়ে মানহানির অভিযোগ এনে মামলার আবেদন করেন পরীমনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ভাটারা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) গৃহকর্মী পিংকি আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনির বিরুদ্ধে মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, চলতি বছরের ২ এপ্রিল অভিনেত্রী পরীমনি নেশাগ্রস্ত অবস্থায় তাকে গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় তার স্বামী সৌরভও নির্যাতনে উস্কানি দেন এবং পিংকিকে বাসা থেকে বের হতে বাধা দেন।
ভুক্তভোগী পিংকি পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় রক্ষা পান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ভাটারা থানায় সাধারণ ডায়েরি করার পর আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলায় পরীমনির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাল্টা মামলায় পরীমনির দাবি, পিংকি আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে তার সম্মান ক্ষুণ্ণ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এই মামলার মধ্য দিয়ে দেশের আলোচিত তারকা এবং গৃহকর্মীর মধ্যকার দ্বন্দ্ব নতুন মোড় নিতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএস/টিএ