ওপার বাংলার অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। একাধারে তিনি অভিনেত্রী, মডেল এবং প্রযোজক। সমাজসেবার ক্ষেত্রেও তার ভূমিকা অগ্রণী। তবে বই পড়ার প্রতি তার ঝোঁক বরাবরই বেশি।
এই পাঠপ্রিয়তা থেকেই এবার ‘ডক্টরেট’ উপাধিতে ভূষিত হয়েছেন পায়েল। শুধু তা-ই নয়, পেয়েছেন স্বর্ণপদকও। বিশ্বের নানা বিষয়ে জানার কৌতূহল তার মধ্যে বরাবরই ছিল। সেই কৌতূহল থেকেই প্রায় দুই বছর ধরে সোশ্যাল সায়েন্স বিষয়ে গবেষণা করে আসছিলেন তিনি।
গবেষণার প্রয়োজনে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। পায়েল মনে করেন, যারা সমাজসেবার কাজ করেন, তাদের অনেকেই তা ভালোবেসে করেন না। অথচ এই কাজ এক ধরনের গভীর অধ্যয়ন ও উপলব্ধির বিষয়। আর সেই উপলব্ধিকে আরও গভীর করতে তিনি বেছে নেন সোশ্যাল সায়েন্স।
এই গবেষণার স্বীকৃতি হিসেবে দিল্লির ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট এবং কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে স্বর্ণপদকও পেয়েছেন বাংলার এই গুণী মেয়ে।
এখানেই থেমে নেই পায়েলের যাত্রা। খুব শিগগিরই আসছে তার প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অরগানাইজেশন প্রাইভেট লিমিটেড’-এর উদ্যোগে 'স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ সিজন ২'।
এসএম/টিএ