নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’-এর গাড়িবহর ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৩ এপ্রিল) রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “নতুন ধারার রাজনীতি কেমন, যেখানে দল গঠনের আগেই কোটি টাকার সরকারি গাড়ি ব্যবহার হয়? কারো গাড়িবহরে ১৫৫টি গাড়ি—এই অর্থ আসে কোথা থেকে?”
এই কর্মশালায় বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রুমিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে বলে মন্তব্য করেন তিনি। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ার আহ্বানও জানান।
তিনি বলেন, “প্রত্যেক নেতাকর্মীকেই নিজ এলাকায় বিএনপির প্রতিচ্ছবি হিসেবে কাজ করতে হবে। মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ভিত্তিতেই বিএনপি সংসদে যাবে, কোনো কারচুপির নির্বাচনে নয়।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করছে নিরপেক্ষ নির্বাচনের জন্য। এখনো সেই আন্দোলন চলছে। বর্তমানে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত, অন্তর্বর্তীকালীন সরকার।”
তারেক রহমান ও জিয়া পরিবারের ভূমিকা তুলে ধরে রুমিন বলেন, “বাংলাদেশের রাজনীতি, উন্নয়ন ও জাতীয়তাবাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার ভালো থাকলে দেশ ভালো থাকে।”
তিনি আরও বলেন, “আজ যারা সংস্কার ও নতুন বাংলাদেশের কথা বলেন, তারা জেনে রাখুন—এ ধারণার জনক ও স্বপ্নদ্রষ্টা হচ্ছেন তারেক রহমান এবং বিএনপি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্যসচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।
এসএস/টিএ