আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, রাষ্ট্রকাঠামো সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিলে এসব দাবিতে সোচ্চার হন দলটির নেতাকর্মীরা।
আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিলটি নগরীর টাউনহল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে এসে মিলিত হয়। পরে পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের বিচার করতে হবে।
এই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্রকাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচন দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
আরএ/টিএ