উত্তেজনার মাঝে পরমাণু অস্ত্রভান্ডার প্রস্তুত করছে ভারত ও পাকিস্তান

ভারতের জম্মু-কাশ্মীরে ফের ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। হামলার পর থেকেই ভারত সরকার সরাসরি দায় চাপিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর উপর। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামে পরিচিত একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে, যাদের সঙ্গে লশকর-ই-তৈয়বা ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর যোগসূত্র রয়েছে বলে অভিযোগ।

এই ঘটনার প্রেক্ষিতে ভারতে ফের উঠেছে পাকিস্তানে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিশোধমূলক অভিযানের আহ্বান।

তবে সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো পদক্ষেপ নেওয়া বেশ কঠিন, কারণ এর ফলে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়বে। পাকিস্তান প্রতিক্রিয়া দেখাতে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে।


এসএস/টিএ

Share this news on: