আওয়ামী লীগ ভারতের আরএসএস লীগ : এনসিপি নেতা শিশির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, "আওয়ামী লীগ হচ্ছে ভারতের আরএসএস লীগ, এটি হচ্ছে নরেন্দ্র মোদির লীগ। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এখন নাম ধারণ করেছে কলকাতা লীগ, আগরতলা লীগ এবং ত্রিপুরা লীগ। তারা কলকাতা থেকে, আগরতলা-ত্রিপুরা থেকে, ভারতের প্রেসক্রিপশনে আবার বাংলাদেশে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।"
 
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এবং বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় তিনি এমন মন্তব্য করেন।
 
জয়নাল আবেদীন শিশির বলেন, আমরা বলেছি, এই আওয়ামী লীগ শিশু হত্যাকারী দল, এই আওয়ামী লীগ গণহত্যাকারী দল। এর আগেও ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত এই আওয়ামী লীগ ৩০ হাজার মায়ের বুক খালি করেছে। আমরা ওই বিচার পাইনি। আমরা স্পষ্ট করে বলতে চাই, ২০২৪ সালের জুলাই আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে, তারপর থেকে আমরা এই আওয়ামী লীগকে আর ছাড় দেব না। আমাদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে।"

এমআর/টিএ


Share this news on: