১৫ বছরের অপেক্ষা, ০ শিরোপা : এবার কি বদলাবে কেইনের ভাগ্য?

টটেনহামে কেটেছে তাঁর জীবনের বড় একটা অধ্যায় ১৪ বছরেরও বেশি সময়। সেখানেই নিজেকে গড়ে তুলেছেন, গোলের পর গোল করে হয়ে উঠেছেন ক্লাব কিংবদন্তি। কিন্তু শিরোপার স্বাদ ছিল অধরাই। সেই স্বপ্ন পূরণের আশায় হ্যারি কেইন পাড়ি জমিয়েছিলেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। তবে দুর্ভাগ্যজনকভাবে, অভিষেক মৌসুমেও তাঁকে ফিরতে হয়েছে খালি হাতেই—শিরোপা ছাড়াই শেষ হয়েছে বায়ার্নেরও মৌসুম।

তাই গোলের পর গোল করা কেইনকে ‘অভিশপ্ত’ আখ্যা দেন বায়ার্ন সমর্থকরা। অবশেষে ‘অভিশাপ’ ঘুচানোর দ্বারপ্রান্তে ইংলিশ এই ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরতে আর মাত্র দুটি জয় থেকে দূরে হ্যারি কেইন।

জার্মান লিগে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।

দুইয়ে থাকা লেভারকুসেন পিছিয়ে আট পয়েন্টে। পরের দুটি ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে বায়ার্ন। আর ২৬ এপ্রিল বায়ার্ন যদি নিজেদের ম্যাচ জিতে যায় এবং অন্য ম্যাচে অর্গসবার্গের কাছে লেভারকুসেন হেরে গেলে সেদিনই হতে পারে বায়ার্নের শিরোপা উৎসব। আর ট্রফি ছুঁয়ে দেখবেন কেইন।

টটেনহাম, বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড; যেখানেই খেলেছেন সেখানেই বারবার দূর থেকে ট্রফি দেখতে হয়েছে তাঁকে। ২০১৫ সালে লিগ কাপ ফাইনাল দিয়ে শুরু। চেলসির কাছে ২-০ গোলে হেরে যায় টটেনহাম। দুই বছর পর প্রিমিয়ার লিগে আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি স্পার্সরা। চেলসির পেছনে থেকে টটেনহাম লিগ শেষ করলেও ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন।

২০১৯ সালে সঙ্গী হয় চ্যাম্পিয়নস লিগ পরাজয়ের হতাশা। সেবার লিভারপুলের কাছে টটেনহামের হার ২-০ ব্যবধানে। ২০২১ সালে আবারও লিগ কাপ ফাইনালে হার, এবার ম্যানচেস্টার সিটি কাছে ১-০ গোলে। একই বছর ঘরের মাঠে ইংল্যান্ডের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপে খুব কাছে গিয়েও হতাশা সঙ্গী কেইনের। ওয়েম্বলিতে ইতালির কাছে টাইব্রেকারে হার ইংলিশদের। পরের ইউরোতেও ফাইনালে ইংল্যান্ড, কিন্তু এবারও অপেক্ষা ফুরায়নি কেইনের। স্পেনের কাছে হার ২-১ গোলে। তাতে কেইনের গোলের মোড়ানো ক্যারিয়ারে শুধু অপেক্ষা বেড়েই চলে।

এবার লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করেছেন ৩১ বছরের এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ৩৬টি। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন। দলটির সব মনোযোগ এখন লিগ ঘিরে। পরের দুটি ম্যাচ জিতলেই বায়ার্নের শিরোপা পুনরুদ্ধারের সঙ্গে অপেক্ষা ফুরাবে কেইনের। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের জন্য দিন গণনা ইংলিশ ফরোয়ার্ডের।


আরএম/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু Apr 24, 2025
img
কাশ্মীর আক্রমণে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সাবেক পাক ক্রিকেটারের বিস্ফোরক অভিযোগ Apr 24, 2025
img
সরকারি চাল আত্মসাতে কুমিল্লার বিএনপি নেতার ৬ মাস কারাদণ্ড Apr 24, 2025
img
কাশ্মীর হামলায় ভারতই জড়িত : পাকিস্তানি বিশেষজ্ঞরা Apr 24, 2025
img
গরমে ত্বকের সুরক্ষায় আমলকি Apr 24, 2025
img
পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ভাইরাল Apr 24, 2025
img
কাশ্মিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত Apr 24, 2025
img
কাতারে শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Apr 24, 2025
img
কাশ্মীরের ঘটনায় বলিউডে শোকের ছায়া Apr 24, 2025
img
ভারতের পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’: খাজা আসিফ Apr 24, 2025