সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করবেন না: এনসিপি

আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করব। আমরা সেকেন্ড রিপাবলিক চাই। এর মানে হচ্ছে নতুন সংবিধান। সেই সংবিধান তৈরির জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ গঠন করে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। বিদ্যমান সংবিধানকে অক্ষুণ্ন এবং অপরিবর্তিত রেখে কোনোভাবেই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া সম্ভব নয়।

সংস্কার, বিচার এবং একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য এনসিপি সবসময় মাঠে থাকবে। আমরা একটি ডেমোক্রেটিক কাউন্সিলের জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাব। সুতরাং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি না করে একে অপরের প্রতি আন্তরিক হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করছি।
 
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে’ মশাল মিছিল-পূর্ব বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, গত ১৫ বছরের যে লুটপাট, সন্ত্রাসের অভয়ারণ্য ও ফ্যাসিবাদী ব্যবস্থার সব প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কালো আইন সংশোধন ব্যতীত নির্বাচন সম্ভব নয়। সুতরাং আমরা বলি, নির্বাচন অবশ্যই সঠিক সময় হবে। মানুষ গত ১৫ বছর ধরে অন্যান্য অধিকারের সঙ্গে ভোটাধিকারের জন্যও লড়াই করেছিল। জাতীয় নাগরিক পার্টি বলে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই পূর্বের সংস্কারগুলো প্রয়োজন।

আমাদের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, আমলাতন্ত্র, সিভিল-মিলেটারি ব্যুরোক্রেসি, বিচার বিভাগ সংস্কার না হলে আমরা আবারও সেই ‘মাসল এবং মানি’র রাজনীতি দেখব। যে মাসল এবং মানির নির্বাচনে সাধারণ মানুষ ও ৫ আগস্টের শহিদদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না।

এ সময় অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সরকারের বৈধতার বিষয়ে মন্তব্যের বিষয়ে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা-বাণিজ্য করছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি।

তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে, ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তারা।

সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম-সদস্য সচিব ফয়সাল হোসেন শান্ত, দক্ষিণাঞ্চলের সংগঠক রাকিব হোসেন, কেন্দ্রীয় সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, দক্ষিণাঞ্চলের সংগঠক আতাউল্লাহ, সদস্য সচিব নিজাম উদ্দিন ও সরোয়ার তুষার প্রমুখ।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
কাশ্মীর আক্রমণে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সাবেক পাক ক্রিকেটারের বিস্ফোরক অভিযোগ Apr 24, 2025
img
সরকারি চাল আত্মসাতে কুমিল্লার বিএনপি নেতার ৬ মাস কারাদণ্ড Apr 24, 2025
img
কাশ্মীর হামলায় ভারতই জড়িত : পাকিস্তানি বিশেষজ্ঞরা Apr 24, 2025
img
গরমে ত্বকের সুরক্ষায় আমলকি Apr 24, 2025
img
পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ভাইরাল Apr 24, 2025
img
কাশ্মিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত Apr 24, 2025
img
কাতারে শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Apr 24, 2025
img
কাশ্মীরের ঘটনায় বলিউডে শোকের ছায়া Apr 24, 2025
img
ভারতের পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’: খাজা আসিফ Apr 24, 2025
img
অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টাকে কুয়েট উপ-উপাচার্যের অনুরোধ Apr 24, 2025