কাশ্মীরের সবুজ তৃণভূমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের ফোঁটা। ভূস্বর্ণ এখন পরিপূর্ণ নরকে পরিণত হয়েছে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যাটন স্পট পহেলগামে সন্ত্রাসীদের হামলা প্রাণ হারিয়েছে ২৬ জন, আহত আরও ২০ জন।
ভয়াবহ হামলায় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।ইতিমধ্যেই যার যার অবস্থান থেকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বাদ জাননি বলিউড, টলিউড কিংবা দক্ষিণী তারকারা। এরইমধ্যে কাশ্মীরের ঘটনায় শোক জানিয়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রা দর্শনা বণিক। তবে বিপত্তি তৈরি হয়েছে অভিনেত্রীর পোস্টকে ঘিরে। ওই পোস্টের কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন।
কাশ্মীরে ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে নৌ-সেনা লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মধুচন্দ্রিমায় জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন তিনি। স্বামীর নিথর দেহের পাশে অসহায়ভাবে বসেছিলেন তার স্ত্রী হিমাংশী। ছবিটি সমাজিকমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেই ছবিতেও থাবা বসিয়েছে ‘ঘিবলি’ স্টাইল। দম্পতির 'ঘিবলি' ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দর্শনা বণিকও। এমন এক মর্মান্তিক ঘটনার এআই ছবি সমাজিকমাধ্যমে পোস্ট করতেই ট্রলের শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি তারকা থেকে আমজনতা, প্রায় সকলেই 'ঘিবলি' ছবিতে মেতেছেন। মজার ছলে নিজেদের মতো দেখতে 'ঘিবলি' স্টাইলের ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেছে। কিন্তু পহেলগাম জঙ্গি হামালার ঘটনাকে ‘ঘিবলি’ স্টাইল করায় নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়েছেন অভিনেত্রী।
কটাক্ষের বিষয় চোখ এড়ায়নি অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, ‘আমি নিজে ছবিটি বানাইনি। একটা জায়গা থেকে পেয়েছিলাম। সেখান থেকে ডাউনলোড করে পোস্ট করেছি।’
কেন ‘ঘিবলি’ স্টাইলের ছবি পোস্ট করেছেন তার যুক্তিও তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘ছবিটা যথেষ্ট বেদনাদায়ক। যাদের আসল ছবি ছিল তাদের ছবি দিতে চাইনি। তাছাড়া আমার মনে হয় যাদের আসল ছবি ছিল, তাদেরকে না জানিয়ে ছবি দিলে তারা বেশি দুঃখ পেতেন। সেটা আমি করতে পারি না। কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। তাই প্রতীকী ছবি দিয়েছিলাম।’
অভিনেত্রীর ফেসবুক টাইমলাইন ঘুরে দেখা গেছে, ট্রলিং-এর মুখে সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি সরিয়ে নিয়েছেন। গণমাধ্যমকে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় আমি শোকাহত। যদি কোনো ভুল বার্তা যায়, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত।’
এসএম/টিএ