ঘুষের টাকাসহ হাতেনাতে আটক দক্ষিণ সিটির ওয়ার্ড সচিব

ঘুষের টাকাসহ হাতেনাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর একটি অভিযানিক দল ফাঁদ মামলায় তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় দুদকের ঢাকা-১ এর উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার নম্বর : ২৮

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব বাসাবোর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন লাইফ কেয়ার ডায়াগনস্টিক (হসপিটাল) সেন্টার চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেলকে হুমকি দেন যে, দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। তিনি আরও জানতে পারেন, কুতুবউদ্দিন সোহেল আগত সকল সেবাপ্রার্থীদের নিকট থেকে ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ নেন।

বিষয়টি অবগত হয়ে কমিশনের অনুমোদন নিয়ে কুতুবউদ্দিন সোহেলকে গ্রেপ্তারে একটি ফাঁদ মামলা পরিচালনা করে দুদক। এক্ষেত্রে প্রথমে ১ হাজার টাকার ১০টি নোটে ১০ হাজার টাকার প্রথমে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ইনভেন্টরি তালিকার মাধ্যমে টাকার নম্বর লিখে রাখা হয়। এরপর সেই টাকা অভিযোগকারী ম্যানেজার মো. সাইফুল ইসলামকে দেয়া হয় মো. কুতুব উদ্দিন সোহেলকে ঘুষ দেওয়ার জন্য।

অন্যদিকে মো. কুতুব উদ্দিন সোহেলের অফিসের আশেপাশে ছদ্মবেশে ওত পেতে থাকে দুদকের অভিযানি দল। এরপর ঘুষ দেওয়ার সময় সেই টাকাসহ হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত ওয়ার্ড সচিব মো. কুতুব উদ্দিন সোহেলকে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রিয়ালের আগ্রহ নিয়ে মুখ খুললেন অ্যালিস্টার Apr 25, 2025
img
ভারতের সেনাপ্রধান শ্রীনগরে যাচ্ছেন কাল Apr 25, 2025
img
বহুল প্রতীক্ষিত শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে হ্যারি কেইন Apr 25, 2025
img
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ Apr 25, 2025
img
পারভেজ হত্যায় ২ ছাত্রীর আটকের খবর, যা জানাল ডিএমপি Apr 25, 2025
img
পল্লী বিদ্যুৎ কর্মীদের জন্য সতর্কবার্তা Apr 25, 2025
img
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস Apr 25, 2025
img
হামলা চালাতে পারে ভারত, আশঙ্কা নিয়েই ‘প্রস্তুত’ পাকিস্তান Apr 25, 2025
ইউনুস আ. যেভাবে মাছের পেটে ছিলেন | ইসলামিক জ্ঞান Apr 25, 2025
img
ছবির প্রিমিয়ার বর্জনের ঘোষণা স্বস্তিকার, ভক্ত ও ব্যবস্থাপনায় বিরক্তি Apr 25, 2025