দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এবার শাকিব খানের বিপরীতে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর। ঈদুল আজহা উপলক্ষে নির্মিতব্য সিনেমা ‘তাণ্ডব’-এ সাবিলাকে নায়িকা হিসেবে চূড়ান্ত করেছেন পরিচালক রায়হান রাফি।
এর আগে ‘তুফান’ ও ‘প্রিয়তমা’ ছবির জন্যও সাবিলার নাম শোনা গেলেও শেষপর্যন্ত তাকে দেখা যায়নি। তবে এবার আর গুঞ্জন নয়, পরিচালক সূত্রেই জানা গেছে—‘তাণ্ডব’-এ সাবিলাই থাকছেন শাকিবের বিপরীতে।
সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। রাতদিন এক করে শাকিব ও সাবিলা শুটিংয়ে ব্যস্ত থাকায় তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।
এদিকে, ছবিতে একটি বিশেষ চরিত্রে জয়া আহসানের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সাবিলা নূর দীর্ঘদিন ধরে ছোটপর্দায় রাজত্ব করলেও সম্প্রতি নাটকে ততটা নিয়মিত নন। ধারণা করা হচ্ছে, বড়পর্দায় নিজের জায়গা পাকা করতেই আপাতত নাটক থেকে দূরে রয়েছেন তিনি।
শেষ রোজার ঈদে সাবিলার দুটি নাটক প্রচারিত হয়—অপূর্বর বিপরীতে ‘ভুল সবই ভুল’, যা বেশ প্রশংসিত হয়েছে, এবং ‘মাকড়সা’, যেখানে তিনি প্রথমবার অভিনয় করেন শ্যামল মাওলার সঙ্গে। ভিন্নধর্মী এ নাটকটিও পেয়েছে দর্শকপ্রশংসা।
‘তাণ্ডব’-এ শাকিব-সাবিলা জুটির রসায়ন কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
এসএস