কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বহু নিরীহ পর্যটকের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে পুরো ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও ঘটনার নিন্দা ও শোক প্রকাশ করছেন।
এ ঘটনায় কেবল ভারতের নয়, পাকিস্তানের তারকারাও ব্যথিত। হামলার প্রেক্ষিতে দুই দেশের বিনোদন অঙ্গনে দেখা যাচ্ছে এক ধরনের মানবিক সংহতি।
প্রায় নয় বছর পর বলিউডে ফেরা পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান সরব হয়েছেন এই জঙ্গি হামলার বিরুদ্ধে। তিনি বলেন, “প্যাহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। আমরা তাদের পাশে আছি।”
তবে তার এ বক্তব্য সত্ত্বেও ভারতে তার নতুন ছবির ওপর নিষেধাজ্ঞা চেয়ে সোচ্চার হয়েছেন অনেকেই।
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির—যিনি ‘মেরে হামসাফার’ ও ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো নাটকে অভিনয় করে ভারতেও জনপ্রিয়তা পেয়েছেন—তিনি বলেন, “নিরীহ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। শোকের ভাষা একটাই, হোক তা যে কোনো দেশের মানুষের জন্য। এই যন্ত্রণায় আমরা সবাই একসঙ্গে।”
বলিউডের ‘সানাম তেরি কসম’ খ্যাত মাওরা হোসেন বলেন, “নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সন্ত্রাসবাদ একটি মানুষের বিরুদ্ধে নয়, এটি আমাদের সবার বিরুদ্ধেই অপরাধ।”
এছাড়া পাকিস্তানি শিল্পী উজমা খান ও ফারহান সাইদও হামলার নিন্দা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা শুধু রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও নিন্দনীয়। আর তাই, সীমান্তের ওপারেও তারকারা যখন এক কণ্ঠে শোক প্রকাশ করেন, তখন সেটি হয়ে ওঠে একটি শক্তিশালী বার্তা—মানবতা সবার আগে।
এসএস