মৌসুমজুড়ে একজন কার্যকর প্লে মেকারের অভাবে ভুগেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ছাড়ছেন টনি ক্রুস, লুকা মডরিচও নিয়মিত ছিলেন না একাদশে। এই অবস্থায় আগামী মৌসুমের জন্য একজন প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার খুঁজছে স্প্যানিশ জায়ান্টরা।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রিয়ালের পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। বিশ্বকাপজয়ী এই ফুটবলার প্রিমিয়ার লিগেও লিভারপুলের হয়ে দারুণ ছন্দে আছেন।
তবে গুঞ্জনের জবাবে ম্যাক অ্যালিস্টার স্পষ্ট করেছেন, লিভারপুলেই ভালো আছেন তিনি। গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় অ্যালিস্টার বলেন,
‘আমি খবরটি দেখেছি। তবে বর্তমানে মনোযোগ দিচ্ছি। রিয়াল আমাকে পছন্দ করলেই হবে না, এক সপ্তাহ খারাপ খেললে তারা আগ্রহ হারাতে পারে।’
লিভারপুলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমি লিভারপুলে খুব সুখে আছি। এখানে কিছুই কম নেই। ক্লাবের প্রতি আমার অনেক সম্মান আছে। অন্য কোনো ক্লাব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করছি না।’
কিছুদিন আগেই তার বাবা ও আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস অ্যালিস্টারও জানিয়েছেন, ছেলের দলবদলের কোনো পরিকল্পনা নেই।
এসএস