পিএসএলে ‘চাকিং’য়ের অভিযোগের মাঝে রিজওয়ান-মুনরোকে শাস্তি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পিনার মোহাম্মদ ইফতিখারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তির জেরে তর্কে জড়িয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার কলিন মুনরো ও মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ঘটনাটি গড়িয়েছে শাস্তির পর্যায়ে—দুই ক্রিকেটারকেই ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে পিসিবি।

বুধবার অনুষ্ঠিত ইসলামাবাদ-মুলতান ম্যাচে এই ঘটনার সূত্রপাত। দ্বিতীয় ইনিংস চলাকালে মুলতানের স্পিনার ইফতিখার বোলিং করার সময় তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মুনরো। তিনি মাঠের আম্পায়ারের কাছে বিষয়টি ইঙ্গিত করলে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদ করেন ইফতিখার নিজেই, এবং পরে রিজওয়ান এসে তর্কে জড়ান মুনরোর সঙ্গে।

ঘটনাটি গড়ায় পিএসএলের কোড অব কন্ডাক্ট লেভেল-২ লঙ্ঘনের অভিযোগে, যেখানে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে অসদাচরণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এ কারণে দুই খেলোয়াড়কে ম্যাচ ফি’র একটি বড় অংশ জরিমানা করা হয়েছে।

তবে আলোচিত এই ঘটনায় ইফতিখারের বিরুদ্ধে বোলিং অ্যাকশন সংক্রান্ত অভিযোগ আমলে নেয়নি পিসিবি। ম্যাচ রেফারি আলি নাকভি বিষয়টি তদন্ত করলেও কোনো আম্পায়ার অফিসিয়ালি অভিযোগ করেননি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, নিজের ক্যারিয়ারে কখনও এমন অভিযোগের মুখে পড়েননি এই ডানহাতি স্পিনার।

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেটে বোলিং অ্যাকশন বিতর্ক নতুন নয়। এর আগে মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল ও মোহাম্মদ হাসনাইন ‘চাকিং’-এর অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়েন। হাসনাইন সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে খেলার সময় স্টয়নিসের অভিযোগের পর নিষিদ্ধ হন এবং পরে ফিরেও আসেন।


এসএস

Share this news on: