প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস

বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের অবদানকে প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “প্রবাসীদের সহযোগিতার কারণেই দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে।”

প্রবাসীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “আমরা আজ যে শক্তভাবে দাঁড়াতে পেরেছি, তার মূলে রয়েছেন আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া তা সম্ভব হতো না। আপনারা কখনোই আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না।”

সভায় প্রবাসীদের নানা দাবিদাওয়া উঠে আসে। বিমানবন্দরে প্রবাসীদের জন্য আরও সহজ ও সম্মানজনক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে। যাতে তাদের দেশে আসা-যাওয়া হয় শান্তিপূর্ণ ও আনন্দময়।”

ব্যবসায়ীদের কার্গো ভাড়া কমানোর দাবির প্রেক্ষিতে তিনি জানান, “কার্গো ভাড়া কমানো এবং বিমান পরিবহন দ্রুত করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ব্যবহার করে কীভাবে সহজে পণ্য পরিবহন করা যায়, সে বিষয়েও কাজ চলছে।”

তিনি বলেন, “সাধারণত যাত্রী পরিবহনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, তবে আমরা এখন বিমানে পণ্য পরিবহনকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্টসহ প্রবাসীদের সব ধরনের সেবা অনলাইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে। এ বিষয়ে সরকারের কাছে প্রবাসীদের পক্ষ থেকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
‘রাজপথে প্রথম আমি বুক পেতে দাঁড়াই, পরবর্তীতে ১৬ জুলাই আবু সাঈদ ভাই শহীদ হন’ Apr 25, 2025
img
জুলাইকে নিয়ে কিছু গোষ্ঠী ব্যবসা করতে চাচ্ছে: নুরুল হক নূর Apr 25, 2025
img
সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন Apr 25, 2025
img
ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Apr 25, 2025
img
এবার ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান Apr 25, 2025
img
বিচারকের সই জাল করে ভুয়া হলফনামা, রিমান্ডে আইনজীবী Apr 25, 2025
হজ্ব গমনেচ্ছু মুসল্লীদের প্রশিক্ষণ দিলেন জা'মা'য়াতে ইস'লামী! Apr 25, 2025
ঢাকা সফর বা'তি'ল করলেন পা'কি'স্তা'নের পররাষ্ট্রমন্ত্রী Apr 25, 2025
ব্যবসা ও বিনিয়োগ সেবার জন্য বিডা চালু করতে যাচ্ছে একক পোর্টাল Apr 25, 2025
img
দেশে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে: বিশ্বব্যাংক Apr 25, 2025