গোল, রেকর্ড আর ব্যক্তিগত অর্জনে হ্যারি কেইনের ঘর ভরা। কিন্তু একটি দলীয় ট্রফির জন্য দীর্ঘদিনের অপেক্ষা যেন তার ক্যারিয়ারের এক অপূর্ণ অধ্যায়। সেই অপেক্ষার অবসান হতে পারে আর একদিন পরই।
আগামী শনিবার বুন্ডেসলিগায় মাইন্সের বিপক্ষে মাঠে নামবে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। একই সময়ে বায়ার লেভারকুজেন খেলবে আউক্সবুর্কের বিপক্ষে। যদি লেভারকুজেন হারে বা ড্র করে এবং বায়ার্ন নিজেদের ম্যাচে জয় পায়, তাহলে নিশ্চিত হয়ে যাবে তাদের রেকর্ড ৩৪তম বুন্ডেসলিগা শিরোপা। শেষ হবে কেইনের ট্রফি-খরা।
৩১ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকারের ক্যারিয়ার ১৫ বছরের। ইংল্যান্ড জাতীয় দল এবং টটেনহ্যাম হটস্পার—দুই দলেই সর্বোচ্চ গোলদাতা হলেও শিরোপা জেতা হয়নি কোথাও। ইংল্যান্ডের হয়ে ইউরো ফাইনালে হেরেছেন দুইবার, আর টটেনহ্যামের জার্সিতে হেরেছেন তিনটি ফাইনালে।
গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে সেখানে শুরুতেই গোলের ঝড় তোলেন কেইন। তবু ভাগ্য ফেরেনি—এক দশকের মধ্যে প্রথমবার কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করে বায়ার্ন। ফলে শিরোপা-খরা থেকে মুক্তি মেলেনি কেইনেরও।
এবার সেই সুযোগ সামনে। ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন, দ্বিতীয় স্থানে থাকা শাভি আলোন্সোর লেভারকুজেনের পয়েন্ট ৬৪। দুই দলেরই ম্যাচ বাকি চারটি করে।
বর্তমানে বুন্ডেসলিগায় ৬০ ম্যাচে ৬০ গোল করেছেন কেইন, যার মধ্যে ২৪টি এসেছে চলতি মৌসুমে। প্রথম খেলোয়াড় হিসেবে বুন্ডেসলিগায় টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আছেন তিনি।
গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন লেভারকুজেন এবার পথ হারালে আর বায়ার্ন নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে, হ্যারি কেইনের ক্যারিয়ারে অবশেষে যোগ হবে সেই বহু কাঙ্ক্ষিত প্রথম ট্রফি।
এসএস