সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সরকারি সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণ’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ সাংবাদিকদের জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের অধিভুক্তি সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ওই কলেজগুলোর ভর্তি কার্যক্রম পরিচালিত হবে না।

তিনি বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সম্মানজনক পৃথকীকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পরবর্তীতে এসব কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোর অধীনে ভর্তি পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। প্রয়োজনে ঢাবি সহযোগিতা করবে।”

ঢাবি রেজিস্ট্রার আরও জানান, বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পর্যালোচনা করে সিন্ডিকেটে পাঠানো হয়। আজকের সিদ্ধান্তটি লিখিত আকারে প্রকাশ করা হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) পাঠানো হবে।


এসএস

Share this news on:

সর্বশেষ