জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী 'চেতনার ব্যবসা' করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে ‘জুলাই মঞ্চ’ আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
নূর বলেন, “জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ আবার পদোন্নতিও পেয়েছেন। এখন এই জুলাই নিয়েও কিছু গোষ্ঠী ব্যবসা করতে চাচ্ছে। চেতনার ব্যবসা। এটা রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা চলছে।”
তিনি জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে অন্তত এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে অভিযোগ করেন, “সরকার মাত্র এক-দুই লাখ টাকা দিচ্ছে, যা শহীদ পরিবারগুলোর জন্য মোটেই পর্যাপ্ত নয়।”
নূর দাবি করেন, জুলাই ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্টরা দলীয়করণ করছে। “আহতদের মধ্যে যারা তাদের দলের, তাদের বেশি সাহায্য দিচ্ছে। অন্যরা বঞ্চিত হচ্ছে।”
আওয়ামী লীগ প্রসঙ্গে নূর বলেন, “আওয়ামী লীগের ১৫ থেকে ২০ শতাংশ ভোট আছে। সেই ভোট যদি ভাগ করে নেওয়া যায়, তাহলে কিছু নেতা দলে টেনে দল ভারী করার ইকুয়েশনের চিন্তায় অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জোরালোভাবে কথা বলছেন না।”
এসএস