‘দরজা বন্ধ করে শুতে হবে’—বাড়িতে নিরাপত্তা জোরদার, তবে কি আতঙ্কে সাইফ আলি খান?

সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় চমকে উঠেছিল গোটা মুম্বই। ঘটনার মাত্র তিন দিন পরেই পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্তকে। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে—একজন প্রথম সারির অভিনেতার বাড়িতে কীভাবে এমন নিরাপত্তার ঘাটতি থাকতে পারে?

জানা যায়, সাইফের বাসার পেছনের দরজা খোলা ছিল এবং ছিল না কোনো সিসিটিভি নজরদারি। সেই সুযোগেই পেছনের সিঁড়ি বেয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এক দুষ্কৃতকারী। চুরির চেষ্টা ব্যর্থ হতে দেখে ছুরি দিয়ে ছয়বার কোপায় সাইফকে। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, তবে ঘটনার পর বাড়ির নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়েছে।

এই প্রসঙ্গে সাইফ সম্প্রতি ‘জুয়েল থিফ’ ছবির প্রচারে এসে বলেন, “সবাই যেন ঘরের দরজা বন্ধ করে ঘুমায়, সতর্ক থাকে। নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ হওয়া উচিত।” যদিও তিনি নিজে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা পছন্দ করেন না।

এদিকে, কিছুদিন আগে কাতারে একটি বাড়ি কেনার খবরে গুঞ্জন ছড়িয়েছে—তবে কি দেশ ছেড়ে সেখানে বসবাস শুরু করতে যাচ্ছেন এই বলিউড তারকা? সাইফ এ বিষয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে জানান, “চলচ্চিত্রজগতে এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। ভালো সিনেমা করতে চাই।”

এসএস

Share this news on: