সদ্য ঘোষিত দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, তিনি দেশের জন্য সততার সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, ‘দেশবাসীর সহযোগিতা চাই। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।’
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নতুন দলের আত্মপ্রকাশের পর এ কথা বলেন দলটির চেয়ারম্যান।
সকাল ১১টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়। দলটির স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।
দলের চেয়ারম্যন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩২ বছর নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছি।
যে কটি সরকারকে পেয়েছি তাদের কারও সহযোগিতা পাইনি। সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। ৩২ বছর যে সময় আমি দিয়েছি তা ব্যর্থ হয়েছে।’
দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন।
ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন, রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।
দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘জাতীয় ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝির কারণেই বিএনপি থেকে আমার সরে আসা। তবে বিএনপির কাউকে দোষ দেয়ার নেই। সরকারের চাপে চব্বিশের নির্বাচনে অংশ নিতে হয়েছিল।’
এসএম/টিএ