মনের টানে কোনো সীমান্তই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় না। রাজনীতি, ধর্ম কিংবা ভৌগোলিক দূরত্ব—প্রেমের কাছে সবই হার মানে। সময়ের পরিক্রমায় বলিউড তারকাদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার বা অভিনেতাদের প্রেমের গুঞ্জন বহুবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। কারও সম্পর্কে সত্যতা মেলে, কেউ বা তা শুধুই গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু আলোচনার কেন্দ্রে থেকেছেন সবাই। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু চর্চিত জুটি—
সুস্মিতা সেন ও ওয়াসিম আকরাম:
২০০৮ সালে একটি রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। আকরামের স্ত্রীর মৃত্যুর পর দু’জনকে একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। বলিউড মহলের গুঞ্জন, তারা একত্রবাসও করেছিলেন। যদিও সুস্মিতা সম্পর্কের বিষয়টিকে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
রেখা ও ইমরান খান:
সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খানের সঙ্গে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সম্পর্কের গুঞ্জনও কম ছিল না। ইমরানকে নাকি রেখার বাড়িতেও যেতে দেখা যেত। বিয়ের গুঞ্জন পর্যন্ত ছড়িয়েছিল। যদিও পরে সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন মিলিয়ে যায়।
মুনমুন সেন ও ইমরান খান:
মুনমুন সেনের সঙ্গেও ইমরান খানের সম্পর্ক নিয়ে বহু কানাঘুষো হয়েছে। এমনকি রিয়া ও রাইমা সেনের ছোটবেলার সময়ের একটি ছবি রয়েছে ইমরান খানের সঙ্গে। তবে কেউই এ নিয়ে প্রকাশ্যে কখনো কিছু বলেননি।
রণবীর কাপুর ও মাহিরা খান:
২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। একই বছর লন্ডনের রাস্তায় রণবীর কাপুরের সঙ্গে তার ধূমপানের একটি ছবি ভাইরাল হয়। তখন থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও মাহিরা বারবার বলেছেন, রণবীর শুধুই তার বন্ধু।
বিপাশা বসু ও ইমরান আব্বাস:
২০১৪ সালের ছবি ‘ক্রিচার ৩ডি’-তে একসঙ্গে কাজ করেন বিপাশা বসু ও পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস। ছবির সেট থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব, যা প্রেমের গুঞ্জনে রূপ নেয়। তবে কখনোই এই বিষয়ে মুখ খোলেননি কেউ।
সোনালি বেন্দ্রে ও শোয়েব আখতার:
শোয়েব আখতারের ‘ক্রাশ’ ছিলেন সোনালি বেন্দ্রে। এমনকি তিনি একবার বলেন, সোনালি তাকে ফিরিয়ে দিলে অপহরণ করে নিয়ে যাবেন! যদিও সোনালি এ নিয়ে কখনো কোনো প্রতিক্রিয়া দেননি।
সলমন খান ও সোমি আলি:
পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি অভিনয় জগতে পা রেখেছিলেন শুধুমাত্র সলমন খানের প্রেমে পড়েই। সলমনের সঙ্গে সঙ্গীতা বিজলানির বিয়ের প্রস্তুতি চলছিল, তখন সোমির সঙ্গে তার সম্পর্কের কারণেই নাকি সেই বিয়ে ভেঙে যায়। প্রায় ৮ বছর সম্পর্ক ছিল তাদের।
এসএস