ছোটদের মন যেমন সহজ, তেমনি তাদের ভালোবাসাও নিখাদ—কোনো জটিলতা, মিথ্যা বা পাপের স্থান নেই সেখানে। সেই নিষ্পাপ বন্ধুত্বের গল্পই এবার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক প্রতীক সরকার। তাঁর নতুন ছবি ‘কেয়ার অফ জার্নি’-তে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে।
টলিপাড়ার খবর, বনির সঙ্গে বন্ধুত্বের বাঁধনে জড়াচ্ছে এক ছোট্ট শিশু! আর সেই শিশুটি হল রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’ খ্যাত ছোট্ট অভিনেতা তৃষাণজিৎ চৌধুরী।
ছবির গল্প আবর্তিত হয়েছে ছয়-সাত বছরের একটি শিশু পাটুকে ঘিরে। তিন কুলে কেউ না থাকা পাটু তার বৃদ্ধ ঠাকুমার সঙ্গে থাকে এক প্রত্যন্ত গ্রামে। মা অনেক আগেই মারা গেছেন, বাবা ছেড়ে গেছেন পরিবারকে। বাবাকে খুঁজে পাওয়ার ইচ্ছে থেকেই একদিন চুপিসারে শহরের উদ্দেশে রওনা দেয় সে।
অচেনা-অজানা শহরে হঠাৎই পরিচয় হয় বামা নামের এক যুবকের সঙ্গে, যার চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। বয়সের বিশাল ব্যবধান থাকলেও গড়ে ওঠে এক ভিন্নরকম বন্ধুত্ব। বাবাকে খুঁজতে শুরু করে বামা ও পাটু। শেষ পর্যন্ত কি তারা সফল হবে?—এই প্রশ্নের উত্তর খুঁজবে ‘কেয়ার অফ জার্নি’।
পরিচালক প্রতীক সরকার আনন্দবাজার অনলাইন-কে জানান, “বন্ধুত্বের এই গল্প আজকের সময়ে খুব প্রয়োজনীয়। যখন ‘বন্ধুত্ব’ শব্দটিই যেন হারিয়ে যাচ্ছে, তখন এমন একটি সম্পর্কের গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে।”
ছবিতে বনির বিপরীত চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। তবে জানা গেছে, সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকছেন সুপ্রিয় দত্ত। ছবির চিত্রনাট্য লিখেছেন ঋষি ঘটক ও সৃঞ্জন বসু।
কলকাতা ও আশপাশের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে শীঘ্রই। মহাদিগন্ত কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক–এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ময়ূখ দাস।
অসমবয়সী বন্ধুত্ব প্রসঙ্গে বনি বলেন, “বন্ধুত্বের তো কোনো বয়স হয় না। ‘কেয়ার অফ জার্নি’ ছবির প্রাণই বামা ও পাটুর বন্ধুত্ব। তাদের আত্মিক সম্পর্কই এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”
ছবিতে থাকবে একাধিক গানও। এখন শুধু শুটিং শুরুর অপেক্ষা।
এসএস