লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে টানা ৪ দিন ধরে রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে চারটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
গত ২১ এপ্রিল থেকে লাগাতার অবরোধ কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অবরোধ কর্মসূচির ব্যাপারে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম রেলওয়ে প্লাটফর্মে আলোচনা সভার আয়োজন করে।
এতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর ব্যাপারে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে। আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এটিজে সিদ্দিকী কাঁকন।
জানা গেছে, এর আগে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করেন স্থানীয়রা।
আন্দোলনের কারণে ঊর্ধ্বতন রেলওয়ে বিভাগের কর্তৃপক্ষ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টারের কর্তৃপক্ষ অন্তত ৫ বার দিন তারিখ উল্লেখ করে ঢাকাগামী এ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেয়।
পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে ট্রেনটি চালু না করায় আবারও চলমান অবরোধের ডাক দেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ মার্চ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে একদিন মাত্র যাত্রা করে। এ ট্রেনটি চালু করতে একযুগে অন্তত ১০ বার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালে চালু করা হয়। পরবর্তীতে লালমনিরহাট থেকে ঢাকা চলছে এ ট্রেনটি।
এতে বুড়িমারী থেকে এই ট্রেনের যাত্রীদের একটি শ্যাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট গিয়ে এ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেসে উঠতে হয়। এতে সময় নষ্ট হয় ও যাত্রীদের হয়রানির মুখে পড়তে হয়।
সরাসরি বুড়িমারী থেকে এ ট্রেনটি না চলায় লালমনিরহাট জেলার চার উপজেলার জনসাধারণ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম বলেন, 'টানা চারদিন ধরে অবরোধ চলায় এ রুটে চারটি ট্রেনের চলাচল বন্ধ করা হয়েছে। আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে কবে চালু হবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।'
এসএম/টিএ