নওগাঁয় দুর্বৃত্তের হাতে ব্যবসায়ীর প্রাণ গেল

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে উজ্জল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়থা বাজার থেকে বাড়ী ফেরার পথে শিমুলতলী এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

হামলার পর পরই স্থানীয়রা তাকে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল হোসেনের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী শাকিলা।

নিহত উজ্জল হোসেন ধামইরহাট উপজেলার বংশিবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বংশিবাটি গ্রামের জাহিদ হাসান জানান, রাত ৯টার পর উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে বড়থা বাজার পরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ধারণা করছি উজ্জল হোসেন যেহেতু ছাগলের ব্যবসা করতেন। তাই তার কাছে নগদ টাকা ছিনিয়ে নেবার জন্য তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

নিহতের স্ত্রী শাকিলা পারভিন জানান, উজ্জল বিভিন্ন গ্রামে ও হাটে ছাগলের ব্যবসা করতেন। ছাগল কেনা-বেচা করতেন। আর তার শাশুড়ি নাসিমা বেগম ও বড় চাচা জাইদুল ইসলাম এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

পত্নীতলার থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আর নিহতের লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, শুক্রবার সকালে ওই ঘটনায় সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আনা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দলবদলের রেকর্ড: এবার জনতা পার্টিতে সাবেক এমপি আবু জাফর Apr 26, 2025
img
“সব ব্যথা এক নয়”—সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মউপলব্ধির বার্তা দিলেন প্রভা Apr 26, 2025
img
‘আড়ি’ প্রদর্শনের আগে বিতর্ক! নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা কাটাকাটি জিৎ চক্রবর্তীর Apr 26, 2025
img
দীর্ঘ বিরতির পর ‘সহচরী’ দিয়ে পর্দায় ফিরলেন মুনমুন সেন Apr 26, 2025
img
চলতি বছরে ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি Apr 26, 2025
img
যুক্তরাষ্ট্রজুড়ে আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভ ! Apr 26, 2025
img
রহস্য, রোমাঞ্চ আর নারীর মেধা—সব মিলিয়ে জমেছে ‘ডিটেকটিভ চারুলতা’ Apr 26, 2025
img
‘গ্রিক গড’ হৃতিক নয়, সামান্থার চোখে সবচেয়ে সুন্দর মহেশবাবু Apr 26, 2025
img
পাঁঠার মাংস খেয়েছেন? এবার বাসন মাজুন—নানার ব্যতিক্রমী প্রতিশোধ Apr 26, 2025
img
তুরস্কের সাংবিধানিক আদালতে বক্তব্য দিলেন প্রধান বিচারপতি Apr 26, 2025