ম্যাচ না থাকলে শুক্রবারে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা দেখা যায় না খুব একটা। তবে আজ সকাল থেকেই সেখানে ক্রিকেটারদের ভিড়। কারণ তামিম ইকবালের আলোচিত সংবাদ সম্মেলন, তার আগে নিজেদের মধ্যে আলোচনায় হাজির হওয়া। তাদের সঙ্গে বসতে বিসিবি সভাপতি ফারুক আহমেদও হাজির হয়েছেন হোম অফ ক্রিকেটে।
আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়িয়ে তাওহীদ হৃদয় নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচ। তবে লিগের মাঝপথে বাইলজ বদলে সে নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনা হয়েছিল। তবে ২ ম্যাচের সে শাস্তি আবারও পুনর্বহাল করা হয়েছে গতকাল। এরপরই তামিম ইকবালসহ মোহামেডানের অন্য ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ডেকেছেন আজ শুক্রবার দুপুরে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বেলা এগারোটায় তামিম ইকবাল চলে আসেন বিসিবিতে। এরপর ক্রিকেটারদের উপস্থিতি বাড়তে থাকে ধীরে ধীরে। মোহামেডান ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের, নাঈম শেখ, শরিফুল ইসলামরাও এসে হাজির হন। নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারীরা আসেন কিছুক্ষণ পর। হাজির হয়েছেন ইলিয়াস সানি, জিয়াউর রহমানরাও।
এরপর বিসিবি একাডেমি ভবনে দীর্ঘ আলোচনায় বসেন ক্রিকেটাররা। এরপর জুমার নামাজের জন্য বিরতিতে যান সবাই।
নামাজের ঠিক পরই বিসিবিতে এসে হাজির হয়েছেন সভাপতি ফারুক আহমেদ। তিনি শিগগিরই বৈঠকে বসবেন ক্রিকেটারদের সঙ্গে। সে বৈঠকে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও থাকবেন। মিটিং শেষে প্রেস ব্রিফিংয়ে আসবেন ক্রিকেটাররা। সেখানে জানা যাবে বিস্তারিত।
শেষ কিছু দিনে ঢাকা প্রিমিয়ার লিগে অনেক কিছুই ঘটে গেছে। আজকের বৈঠকও সে নিয়েই। বৈঠক শেষে তাওহীদ হৃদয়-কাণ্ড নিয়েই গণমাধ্যমে কথা বলবেন তামিম ও বাকি ক্রিকেটাররা।
এসএম/টিএ