দক্ষ অভিনয় ও সৌন্দর্যে বারবার আলোচনায় এসেছেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার নতুন রূপে, নতুন স্টাইলে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। তবে অভিনয়ের জন্য নয়, বরং ‘ডাকাতি’ করতে!। শ্রাবন্তী নিজেই জানালেন, এবার তিনি চুরি নয়, সরাসরি ‘ডাকাতি’ করতে আসছেন দর্শকদের মনে!
নববর্ষের দিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রাবন্তী লেখেন,
"তার মন চুরি করা অনেক দেখেছেন... এবার এই নববর্ষে সে আসছে সবার মনে ডাকাতি করতে...কি Ready তো?"
সঙ্গে প্রকাশ্যে আনেন একটি ঝলক ভিডিও, যা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে শ্রাবন্তীকে দারুণ এক আইটেম গানে নাচতে দেখা যাচ্ছে। গানের শুরুতেই আলোকচ্ছটার ভেতরে ভেসে ওঠে লেখাটি— "আসছে মন মাতাতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়!" গানটির লাইনগুলোর মধ্যে রয়েছে —
"এমনের সিন্দুকে, ছোঁড়া কি বন্দুকে গুলি মারে কে? মাঝ রাতে একা ঘরে ডাকাত পড়েছে…"
দৃশ্যায়নে আরও চমক! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উষ্ণতা ছড়াচ্ছে এই টিজার।
এবার হয়তো প্রশ্ন আসতে পারে—এই ‘ডাকাতি’র আসল রহস্য কী?
২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে টালিউডের নতুন ছবি ‘আড়ি’, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। আর শ্রাবন্তী রয়েছেন এই ছবিরই আইটেম গানে, যেটি ১৬ এপ্রিল মুক্তি পাবে।
ছবির গল্প মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হলেও, শ্রাবন্তীর এই ‘ডাকাতি’ পর্ব যে ছবিতে বাড়তি রঙ এনে দেবে, তা বলাই বাহুল্য।
বাংলাদেশেও টালিউড তারকাদের জনপ্রিয়তা প্রবল। ফলে শ্রাবন্তীর এই নতুন অবতার নিয়ে এখানেও দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এসএম/টিএ